jewelheron2@gmail.com

Friday, October 18, 2013

উইন্ডোজ ইন্সটল করুন পেনড্রাইভকে বুটেবল ডিস্ক বানিয়ে

সাধারণত ছোট নেটবুক (১০.১ ইঞ্চি বা তারেচেয় ছোট) কম্পিউটারে সিডি বা ডিভিডি-রম ড্রাইভ থাকে না। এখন যদি এগুলোতে অপারেটিং সিস্টেম ইনস্টল করেত চান, তাহেল উপায় কী! উপায় হল এক্সটারনাল সিডি অথবা ডিভিডি-রম ড্রাইভ ব্যবহার করা। এখন সেটি সব সময় হাতের কাছে নাও থাকেত পারে। সে ক্ষেত্রে আপিন যেটি করেত পারেন তা হল, আপনার হাতের কাছের পেনড্রাইভটিকে কম্পিউটার চালু করার উপেযাগী বা বুটেবল করে সেটি দিয়ে উইন্ডোজ ইনস্টল করা।
প্রথমেই বলে রাখি, এই পদ্ধতি উইন্ডোজ এক্সপির জন্য নয়, শুধু উইন্ডোজ সেভেন, এইট ও ভিস্তার জন্য।
এজন্য প্রথমে আপনার পেনড্রাইভটি কম্পিউটারে যুক্ত করে উইন্ডোজ স্টারট মেনু থেকে রান কমান্ডে গিয়ে cmd লিখে এন্টার করুন। নতুন উইন্ডোতে লিখুন DISKPART। তাহেল নতুন আরেকটি উইন্ডো খুলেব। সেখানে LIST DISK লিখে এন্টার করুন।এবারে প্রথমে SELECT DISK 1 লিখুন। তারপর একে একে নিচের সংকেত গুলো লিখেদিন—
CLEAN
CREATE PARTITION PRIMARY
SELECT PARTITION 1
ACTIVE
FORMAT FS=NTFS
ASSIGN
EXIT
এবার এই উইন্ডো মিনিমাইজ করে রাখুন। তারপর উইন্ডোজ সেভেন ডিভিডি-রম ড্রাইেভ ঢোকান। ধরে নিই আপনার ডিভিডি-রম ড্রাইভ ও পেনড্রাইেভর ড্রাইভ লেটার হল যথাক্রমে I ও J । কমান্ড উইন্ডোতে ফিরে গিয়ে I: CD BOOT Ges CD BOOT লিখুন। এবারে BOOTSECT.exe /NT60 J: লিখে এন্টার করুন। এবারে ডিভিডির সব ফাইল পেনড্রাইেভ কপি করে নিন, তা হলেই বুটেবল হয়ে যাবে পেনড্রাইভ এবং সরাসির পেনড্রাইভ থেকেই ইনস্টল করেত পারেবন উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম।
No comments

ওল্ড পাসওয়ার্ড না জেনেই বন্ধুর পিসির পাসওয়ার্ড বদলানো ও সফটওয়্যার ছাড়াই কোন কিছু পাসওয়ার্ড দিয়ে লক করার সহজ পদ্ধতি

ঈদ মোবারক…!!!
নিশ্চয়ই সবাই ভাল আছেন? দীর্ঘদিন পর লিখতে বসলাম। আমার আজকের লেখাটি কম্পিউটার বিষয়ে খুব এক্সপার্ট এমন কারো জন্য না, সিকিউরিটি সংক্রান্ত কিছু সহজ বিষয় নিয়ে কথা বলব যা নতুনদের কিছুটা হলেও কাজে আসবে। এক্সপার্টদের জন্য একটা প্রশ্ন রেখে যাই দেখি তো উত্তর দিতে পারেন কিনা, উত্তরটা আমি লেখার শেষের দিকে দিব, মিলিয়ে নিবেন। আপনারা নিশ্চই আপনাদের হার্ডডিস্কের সাইজ Gigabyte > Terabyte > Petabyte পর্যন্ত শুনেছেন? তারপরের সাইজগুলা কি,জানেন তো? ওকে, চিন্তা করতে থাকেন ..!! বাকিরা একটু এই দিকে আসেন-
No comments

Saturday, September 21, 2013

ফেসবুক ফ্রেন্ড দের হাইড করা ইমেইল আইডি বের করে নিন

Computer-Thiefফেসবুকের নীতিমালায় একটা কথা আছে, আপনাকে ফেসবুক ব্যবহার করতে হলে আপনার বয়স ন্যূনতম ১৩ বছর হতে হবে। কিন্তু আজ আমি আপনাকে দিয়ে আপনার ফেসবুক ফ্রেন্ড দের হাইড করা ইমেইল আইডি বের করিয়ে দেখাব তার জন্য আপনার বয়স ১২ হলেও আপত্তি নেই। তবে একটা কথা এটা কেবল শিখার জন্য।
আচ্ছা, হাইড করা ইমেইল আইডি দিয়ে আপনি কি করবেন? এখন আবার ভাববেন না উদ্দেশ্যহীন কিছু আপনাদের শিখাচ্ছি। তাহলে দেখুন কি করা যায়-

No comments

NetworkedBlogs এর মাধ্যমে ব্লগকে ফেসবুকের সাথে যুক্ত করুন

Networked-Blogs
আশা করি সবাই ভাল আছেন। আজ আমি ব্লগার বন্ধুদের একটা ফেসবুক অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে আপনারা আপনাদের ব্লগ পোস্টের লিঙ্ক ফেসবুকে অটো শেয়ার করাতে পারবেন অর্থাৎ ব্লগকে ফেসবুকের সাথে যুক্ত করতে পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন আমরা যারা ব্লগিং করি তারা অনেক সময় ও পরিশ্রম নিয়ে একটা লেখা তৈরি করি, উদ্দেশ্য একটাই আমাদের জানা বিষয়টা যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে। আর ফেসবুক হল সেই জায়গা যেখানে আমরা সেই কাজটা করে ফেলতে পারি কারণ ফেসবুকে আমরা একে অপরের সহযোগী হয়ে ভার্চুয়াল জগতে নতুন একটা সমাজ গড়ে নিয়েছি, তাহলে বুঝতে পারছেন ফেসবুকে লিঙ্ক শেয়ারের গুরুত্বটা কতটুকু!!
টিপসটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা আগে পোস্টটি ভাল করে পড়ে বোঝবেন, তারপর চেষ্টা চালাবেন।
ওকে, এবার দেখে নিন-

No comments

Friday, September 20, 2013

ভালোবাসার বৈজ্ঞানিক ব্যাখ্যা


ভালোবাসা সকল মানুষের কাছেই এক বিশাল আলোচিত বিষয়। কিন্তু কি এই ভালোবাসা ? তা কি আমরা একবারও গভীর মনে চিন্তা করে দেখিছি ? সম্ভবত ৯৮% মানুষ অজ্ঞ ভালোবাসা সংজ্ঞা নিয়ে।প্রেম ও ভালোবাসার অধ্যায় গুলো নিয়ে বিস্তর গবেষণা করেছেন পৃথিবীর নশ্বর বিজ্ঞানী ও মনোবিদরা। কিন্তু এ বিষয় সম্পর্কে শেষ কথাটি বলতে পারেনি আজও কেউ। তবে তাদের গবেষণা মতে, প্রেমে পড়লে মস্তিষ্ক থেকে বিপুল পরিমাণ নিঃসৃত হতে থাকে ফিনাইল ইথাইল অ্যামিন (Phenyl ethylamine) ও অ্যামফিটামিন (Amphetamine)জাতীয় রাসায়নিক।
যা স্নায়ুতন্ত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে সমস্ত কোষে। যার ফলে ইউফোরিয়া (Euphoria) উৎপন্ন হয়। এ জন্যই প্রেমে পড়লে অকারণে প্রচণ্ড আনন্দ আর উত্তেজনা দেখা দেয়। তখন কাঠ ফাটা রৌদ্রের দুপুর বেলাও তার কাছে মনে হবে শরতের নির্জন দুপুর বেলা, ঘন অন্ধকার আমাবস্যায়ও মনে হবে আকাশে চাঁদ খেলা করছে যদি ভালোবাসার মানুষটি কাছে থাকে। এককথায় বলতে, মাদকীয় অনুভূতি অনুভূত হয় তার শরীরে। এই রাসায়নিক প্রক্রিয়াটা প্রথমে অনেক বেড়ে যায়। তার পর আস্তে আস্তে কমতে থাকে। এই রাসায়নিক প্রক্রিয়া কমে যাওয়া মানে প্রেমানুভূতির তীব্রতা কমে যাওয়া। যত দিন যাবে ধীরে ধীরে দুটিই কমতে থাকে। তাই ৯৮% প্রেমে প্রথমে ভালোবাসা অনেক বেশী থাকে তারপর যত দিন যায় তত ভালোবাসা কমে যায়। অধিকাংশের ক্ষেত্রে একবারেই শেষ হয়ে যায়।
No comments

Thursday, August 8, 2013

ফেসবুকবাসীদের জন্য কিছু ফেসবুকীয় টিপস অ্যান্ড ট্রিক্স!

= সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার ঈদ স্পেশাল লেখাটি শুরু করছি =
যেহেতু আমরা ঈদের আনন্দ একে অপরের সাথে কিছুটা ফেসবুকের মাধমেও শেয়ার করে থাকি তাই ঈদ স্পেশাল লেখা হিসেবে ফেসবুককেই চয়েস করলাম।
ফেসবুক প্রতিনিয়ত আপডেট হয়ে আসছে, ফেসবুককে পূর্ণ নিয়ন্ত্রনে রাখতে যুক্ত হচ্ছে নানান রকমের ফিচার, তৈরি হচ্ছে হরেক রকমের এড-অন্স, এপ্লিকেশন। কিন্তু কথা হল আমরা কি এগুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারছি, হয়ত পারছি হয়তোবা না। আজ আমি আপনাদের সাথে সেইরকম কয়েকটি ফেসবুক রিলেটেড বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিব যা আপনার ফেসবুক ব্যবহারকে আরও উপভোগ্য করে তোলবে।
url
 প্রথমে আমি একটা এপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেই। আমরা যখন ফেসবুকে প্রবেশ করি তখন আমাদের নিউজ ফিডে বিভিন্ন রকমের লিঙ্ক চোখে পড়ে। অনেক সময় সর্ট লিঙ্ক বা কোন কোন ক্ষেত্রে এদের হাইপার লিঙ্ক না থাকায় আমরা বুঝতে পারিনা এগুলোতে ক্লিক করা উচিত হবে কিনা। তার জন্য আপনারা একটি ফেসবুক এন্টিভাইরাস ব্যবহার করতে পারবেন যা দিয়ে স্ক্যান করে বুঝতে পারবেন কোন লিঙ্ক উপকারি আর কোন লিঙ্ক অপকারি। ফেসবুকে লগ ইন থাকা অবস্থায় এপ্লিকেশনটি এখান থেকে যুক্ত করুন।
No comments

Wednesday, July 31, 2013

বাংলাদেশের হ্যাকিং গ্রুপগুলো ও তাদের কার্যক্রম

বাংলাদেশের বেশ কয়েকটি হ্যাকিং গ্রুপের মধ্যে ২টি গ্রুপই প্রধান- Bangladesh Cyber Army (BCA) এবং 3xp1r3 Cyber Army (3CA). চলুন জেনে নিই হ্যাকিং গ্রুপগুলোর পরিচিতি।

1. Bangladesh Cyber Army (BCA): এটি বাংলাদেশের প্রথম এথিক্যাল হ্যাকিং গ্রুপ। তারা বাংলাদেশের সাইট হ্যাক করেনা। ইন্ডিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধে তারা বেশ কিছু ইন্ডিয়ান সাইট হ্যাক করেছে এবং এখনো করছে। তারা বেশ কিছু হ্যাক হওয়া বাংলাদেশি সাইট রিকভার করেছে।
1 comment

Friday, July 26, 2013

নোটপ্যাড দিয়ে ডায়েরি তৈরি

আমাদের তরুনসমাজের মধ্যে অনেকের ডায়েরী লেখার অভ্যাস আছে। জীবনের মধুর কোন স্মৃতি কিংবা তিক্ত কোন অভিজ্ঞতা অথবা মুখস্থ করা কোনো গান, কোনো ভালোলাগা কবিতা বা কোনো বন্ধুর সঙ্গে ঝগড়ার কথাগুলো আমরা ডায়েরিতে খুব সুন্দর করে দিন-তারিখ সময়সহ লিপিবদ্ধ করে রাখি। কিন্ত এই ডিজিটাল সময়ে কম্পিউটার/ল্যাপটপের ক্রমশ হস্তক্ষেপের কারনে প্রিয় ডায়েরিটিকে আমরা সঙ্গে রাখতে পারি না। কিন্তু তাতে কী, আমরা চাইলে আমাদের কম্পিউটার/ল্যাপটপে একটি ডায়েরি  তৈরি করে নিতে পারি।
হ্যাঁ, এখন যে টিউনটি করতে যাচ্ছি তা হল নোটপ্যাড দিয়ে কম্পিউটার/ল্যাপটপে আপনার ডায়েরি কিভাবে  তৈরি করবেন। তাহলে দেখুন কিভাবে করতে হয়…
No comments

কম মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবিকে একটা ভাল মানে নিয়ে আসা

প্রযুক্তিগত সজলব্যতার কল্যানে আমাদের অনেকের সাথেই এখন মাল্টিমিডিয়া মোবাইল/স্মার্টফোন থাকে। আমরা আমাদের প্রিয় মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দী করে রাখি। কিন্তু স্বল্প সামর্থ্যজনিত কারনে হোক অথবা অন্য যে কারণে হোক আমাদের অনেকের মোবাইলের লেন্স ততটা ভাল হয়না, যে কারনে তোলা ছবিগুলো ততটা ভালো হয় না। কিন্ত তাতে কী…? আমি আজকে আপনাদেরকে একটি অনলাইনের ফটো এডিটিং সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখান থেকে আপনি আপনার কম মেগাপিক্সেল/রেজুলেশনের তোলা ছবিকে একটা ভাল মান দিতে পারবেন এবং সেই সাথে কম মেগাপিক্সেল ক্যামেরা থেকে কিভাবে ছবি তোলবেন তার উপর কিছু টিপস তোলে ধরব।
No comments

ম্যাথম্যাটিকস ইকুয়েশন সলভের জন্য প্রয়োজনীয় Greek Symbol এর Shortcut Keys সেই সাথে সার্কিট ড্রয়িং এর একটা সফটওয়্যার

ডিজিটাল সময়ে এসে আমাদের পড়াশুনার ধরন অনেকটা পালটে যাচ্ছে, আমরা দিন দিন কম্পিউটার নির্ভর হয়ে পড়ছি, ফলশ্রুতিতে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অনেকটা বিলম্বনার সম্মুখীন হয়ে পড়ি যখনই অ্যাসাইনমেন্টের জন্য কোন কাগজ প্রস্তুত করতে হয় কিংবা কোন ম্যাথম্যাটিকস ইকুয়েশন কম্পিউটার এ বসে সলভ করতে হয়। কারণ আমাদের কম্পিউটারের কিবোর্ডে ম্যাথম্যাটিকস ইকুয়েশনের জন্য প্রয়োজনীয় Symbol , ইলেকট্রনিক্স, ফিজিক্স বইগুলোতে যে সব প্রয়োজনীয় Greek Symbol থাকে  সেগুলো সাধারণত থাকে না। তার জন্য আমাদেরকে MsWord এর Insert>Symbol থেকে খুঁজে নিয়ে টাইপ করতে হয়, এতে সময় অনেক অপচয় হয়, আবার অনেক সময় অনেক প্রয়োজনীয় Symbol গুলো থাকে না।
যেহেতু আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি, তাই এই সমস্যাটা আমিও অনুভব করেছি এবং Google ঘেঁটে প্রয়োজনীয় Symbol গুলোর Shortcut Keys উদ্ধার করেছি। আমি আপনাদের সাথে সেইগুলো শেয়ার করছি এবং সেই সাথে সার্কিট ড্রয়িং এর একটা সফটওয়্যার এর সাথেও পরিচয় করিয়ে দিচ্ছি-

No comments

Sunday, June 2, 2013

Error 0x0000007E বন্ধ করুন~

আমরা অনেক সময় পিসিতে বড় হাই পাওয়ার ফুল গেম খেলি । গেম চলাকালিন সময় অনেক সময় নীল স্ক্রীন চলে আসে । এর কারন হল সাধারনত ইন্টেল বেস কম্পিউটার এ SysPrep image তৈরি হলে এই সমস্যা হয়। এতি non-Intel এও হতে পারে। যার কারনে registry entry পরিবর্তন হয়ে যায় ।
No comments

আইপি এড্রেস ও ম্যাক এড্রেস কি এবং এগুলো বের করার উপায়

আইপি এড্রেস:IP Address=Internet Protocol Address.ভার্চুয়াল জগৎ থেকে আপনি যে তথ্য নিচ্ছেন তার উপর ভিত্তি করে আইপি এড্রেস হচ্ছে একটি অদ্বিতীয় এড্রেস। অর্থাৎ আপনি যে আইপি এড্রেসটির মালিক তা আর কারও কাছে নেই। আপনার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এই আইপি এড্রেস এর মাধ্যমেই অবগত থাকেন, তিনি আপনার কাছে যে তথ্য পাঠাচ্ছেন এবং আপনি তা যথাযথভাবে পাচ্ছেন।
No comments

Tuesday, May 28, 2013

কম্পিউটার রিফ্রেশ-হাতের স্পর্শ ছাড়া

আমরা যখন পিসিতে বসি তখন কম্পিউটারের কার্যক্ষমতা ঠিক রাখার জন্য কিছু সময় পর পর রিফ্রেশ করি। রিফ্রেশ করাটা আমাদের মাঝে অভ্যাসে পরিনত হয়ে যায়। কারো কারো কাছে অভ্যাস এতটা তীব্র হয় যে কারনে অকারণে পিসি অনবরত রিফ্রেশ করতে থাকি। যদি এমন হয় যে কম্পিউটার নিজে থেকে রিফ্রেশ নেয় তাহলে আমাদের অভ্যাসে কিছুটা পরিবর্তন আসতে পারে। আমি আজ একটা টিপস দেব যাতে কম্পিউটার হাতের ছোঁয়া ছাড়া স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ নেবে।
এজন্য আপনাকে যা করতে হবে:
No comments

Monday, May 20, 2013

Nilgiri, the blue world ~ Bandarban

Nilgiri, the mountain of blues. This is around 47 kilometers from Bandarban town. Day by day this place became one of the most lucrative tourist spot at Bandarban.

You can observe the bewitching beauty of the mountains, where the clouds are playing with the waves of the wind. Its unbelievable site which is not expressible through texts.

No comments

"সিলেটী" ভাষা একটি স্বয়ংসম্পূর্ণ ভাষা এবং এর একটা নিজস্ব লিপি আছে ~

অবাক হয়েছেন তো ? অবাক হওয়ার কিছু নেই, সিলেটী ভাষা বাংলা থেকে সম্পূর্ণ আলাদা এবং প্রাচীন একটি স্বয়ংসম্পূর্ণ ভাষা। তাই নিঃসন্দেহে বলতে পারি সিলেটিরা মূলত বাংলাভাষী না !!!!
এ তথ্যটি অনেক সিলেটিবাসীর জানা নেই। আপনি কী জানেন "সিলেটী" ভাষার একটা নিজস্ব লিপি আছে। কিন্তু সেটা আজ প্রায় বিলুপ্ত। পৃথিবীতে প্রায় আট হাজার ভাষা রয়েছে যার মধ্যে স্বয়ংসম্পূর্ণ ভাষার সংখ্যা তিন হাজার। এই তিন হাজার ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে। আর সেই রকম একটি ভাষা হল সিলেটী ভাষা। ভাষা বিশ্লেষকরা বলেন, বাংলাদেশের মাতৃভাষা বাংলা হলেও সিলেটিদের মাতৃভাষা সিলেটী বা প্রচিীন নাগরী। ইতিহাস থেকে জানা যায়, এ ভাষার প্রচলন শুধু সিলেটেই সীমাবদ্ধ না, ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরার বহু সংখ্যক লোকের মাতৃভাষা সিলেটী। এটি যে একটি প্রাচীন ভাষা তাতে কোন সন্দেহ নেই।

No comments

Wednesday, May 1, 2013

একটি মজাদার আদর্শ হিন্দি সিরিয়াল তৈরির রেসিপি

সিরিয়াল তৈরির উপকরণ:
১।একটা নায়িকা: নায়িকা চরিত্রের জন্য হাবাগোবা বা নিতান্ত সহজ সরল চেহারার নারীরা অধিক প্রাধান্য পাবে। একশ ঘা খেয়েও যে হাসিমুখে থাকতে পারবে, সেই আসল নায়িকা।

২।একটা নায়ক: নায়ক চরিত্রের জন্য বিশেষ কোন যোগ্যতার দরকার নেই। ২৫/৩০ বছর বয়স্ক পুরুষ হলেই হবে। অভিনয় দক্ষতা না থাকলেও চলবে। সিরিয়ালে পুরুষদের পুতুল সাজিয়ে রাখার নিয়ম।

৩।দুই জোড়া বয়স্ক অভিনেতা অভিনেত্রী (মা বাবা ও শ্বশুর শাশুড়ি চরিত্রের জন্য)।

৪।নায়িকার শ্বশুর বাড়িতে সঙ্কট তৈরির জন্য ইচ্ছামত ননদ, জা রাখা যেতে পারে।
পারিবারিক অশান্তি তৈরি ও নির্মূলের জন্য এরা খুবই কার্যকর।

৫।একটা ডুপ্লেক্স বাড়িঃ নায়কদের বাড়ি অবশ্যই ডুপ্লেক্স হতে হবে। এক্ষেত্রে রান্নাঘর, ড্রয়িং রুম, ডাইনিং রুমের দিকে বেশি নজর দিতে হবে।
এছাড়া কাহিনীর জন্য অবশ্যই নায়ক নায়িকাদের মোটামুটি অবস্থাসম্পন্ন ঘরের হতে হবে। নায়কদের যে কোন বিজনেস থাকবে, প্রতিদিন ১০০ কোটি টাকার লাভ লোকসান হতে হবে। মনে রাখবেন, লাভ হলেও ১০০, লস হলেও ১০০।

এই উপকরণগুলো নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন, পরিমাণ মত সঙ্কট বা ঝামেলা মেশান, তৈরি হয়ে গেল মজাদার একটি হিন্দি সিরিয়াল। বছরের পর বছর পাবলিককে খাওয়ানো যাবে। নষ্ট হওয়ার কোন উপায় নেই।
কীভাবে মিশ্রণ তৈরি করবেন? এটাও বলে দিতে হবে? আচ্ছা একটা নমুনা বলে দিচ্ছি। এই পথে আগালে ১০০% সফলতার সম্ভাবনা।

No comments

Monday, April 22, 2013

অপেরা মিনিতে বাংলা ফন্ট দেখার টিপস

আপনারা যারা এখনো
অপেরা মিনি ব্রাউজার দিয়ে
বাংলা পড়তে পারেন না,
তাদের জন্য এই পোস্ট টি।
প্রথমে একটি ওপেরা মিনি লেটেস্ট ভার্সন ডাউনলোড করুন
তারপর
ওপেরা মিনি টি INSTALL করুন
এবং OPEN করুন।
ওপেন করার পর ADDRESS লেখার জায়গায়
www.
কেটে ফেলুন, তারপর
opera:config
লিখে OK করুন-
তারপর নতুন একটি পেইজ আসবে
একেবারে নিচে চলে যাবেন, দেখবেন
"Use bitmap fonts for complex scripts"
এটি NO থাকবে YES করে SAVE করুন।
এবার আপনি অপেরা মিনিতে
বাংলা লেখা পড়তে পারবেন।
No comments

Friday, April 19, 2013

সেই বিতর্কিত প্রশ্ন ডিম আগে না মুরগি আগে ?

লেখাটির শিরোনাম হয়তো অনেকের কাছেই ফালতু মনে হয়েছে।কিন্তু কখনো কি আপনি বিষয়টি নিয়ে গভীরভাবে ভেবে দেখেছেন , যে ডিমের সৃষ্টি আগে না মুরগির সৃষ্টি আগে?এটি যদি আপনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে না দেখেন তাহলে হয়তো আপনি কখনো এই প্রশ্নটির সঠিক কোন উত্তরে পৌছতে পারবেন না।কারন এই প্রশ্নটিকে আপনি যে ভাবেই দেখেন না কেন এ রকম অনেক প্রশ্ন নিয়ে আমাদের পূর্বপুরুষ ও প্রাচীনকালের মানুষেরা অনেক ভেবেছেন।কেউ কেউ হয়তো এগুলকে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন আবার কেউ হয়তো এগুলকে দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন।আপনি যদি সঠিক ভাবে বৈজ্ঞানিক বিশ্লেষণ না করেন তবে আপনি আজকের এই প্রশ্নটিতে এক এক সময় এক এক সিদ্ধান্তে এসে পৌঁছবেন।কারন ডিম ছাড়া যেমন মুরগি সৃষ্টি সম্বব না, তেমনি মুরগি ছাড়া এই ডিমটি এল ই বা কোথা থেকে তাই না?
No comments

Tuesday, April 2, 2013

মজিলা ফায়ারফক্সে বাংলা ফন্ট সমস্যার সমাধান

আমরা অনেক সময় Firefox আপডেট করি আর এতে Firefox-এর ফন্টের বারোটা বেজে যায়। ফায়ারফক্সে সব বাংলা লেখা এলোমেলো হয়ে যায়। তো কি আর করবেন ? নিয়ে নিন বাংলা দেখার সহজ সমাধান ।
Untitled

প্রথমেই Siyam Rupali বাংলা ফন্টটি ডাউনলোড করে ইন্সটল করুন।  এই লিংকে যান-
www.omicronlab.com/download/fonts/Siyamrupali.ttf
{যাদের ফন্টটি আগে থেকেই ইন্সটল করা আছে তাদের ডাউণলোড করার দরকার নেই}
No comments

Monday, March 18, 2013

❦ নোটপ্যাড টিপস ❦


আজ আমি কিছু টিপস তুলে ধরব যা অনেক কাজে আসবে। আমরা অনেক সময় আমাদের নোটপ্যাডটি আমাদের কম্পিউটার এর চিপায় ফেলে রাখি। কিন্তু আমরা অনেকে হয়ত জানিনা নোটপ্যাড কতটা কাজের। যাই হোক কাজের কথায় আসি-

✯প্রথম টিরিকটি হলো কিভাবে কোনো সফটয়্যার ছাড়া নোটপ্যাড ব্যবহার করে ফোল্ডার লক করা যায়-
মনে করুন আপনি যে ফোল্ডার লক করবেন তার নাম Love এবং এটি
রয়েছে E ড্রাইভে,তার মানে এর path E:\love
ফোল্ডারটি লক করার জন্য ডেস্কটপে নোটপ্যাড ওপেন করুন
নোটপ্যাড ওপেন করতে...............
start > all programes > accessories > notepad
নোটপ্যাড ওপেন হলে লিখুন-
ren love love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
নোটপ্যাডটি lock.bat নামে সেভ করুন>
এবার আরেকটি নোটপ্যাড খুলি এবং লিখি>
ren love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} love
নোটপ্যাডটি key.bat নামে সেভ করুন>
তৈরীকৃত lock.bat ও key.bat ব্যাচ ফাইল দুটি E ড্রাইভে নিয়ে আসুন।আপনার কাজ হয়ে গেছে। এখন lock.bat ফাইলে ক্লীক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে।আর ফোল্ডারটি আনলক করতে key.bat ফাইলে ক্লীক করুন
হয়ে গেলো সফটয়্যার ছাড়া ফোল্ডার লকিং❧
No comments

Thursday, March 7, 2013

হারিয়ে যাওয়া মন


একদা একদিন মন

হেরে গেল যেমন করে,বৃষ্টির জলে নয়ন ভিজিয়ে

আড়াল হইল কষ্ট,তোমার তরে।
   
আকাশটা ছিল সেদিন মেঘে ভরপুর,

বাতাসে ভাসছিল বেদনার সুর,

শান্ত স্নিগ্ধ ছিল অলস দুপুর।

 একদা একদিন মন হেরে গেল ঠিক তেমন করে,

মেঘের আড়ালে সূর্য যেমন লুকিয়ে পড়ে।
No comments

Monday, February 18, 2013

উত্তাল শাহবাগ নেপথ্যে প্রযুক্তির ব্যবহার

প্রযুক্তি যেন চাপা পড়া সত্যের মুক্তির এক অমোঘ হাতিয়ার। শাহবাগের তারুণ্যের এই দাবির মেলায় প্রযুক্তির ব্যবহার চোখে পড়ার মতো। কী নেই সেখানে? ভিডিও ক্যামেরা বসিয়ে চালু করা হয়েছে ওয়েভ স্ট্রিমিং। চলছে ব্লগিং, ফেসবুকিং, গুগুল প্লাসিং। টেলিভিশন ক্যামেরার সামনে রিপোর্টাররা বলে চলেছেন তরুণদের আন্দোলনের বার্তা। প্রায় প্রতিটি টেলিভিশনই সরাসরি দেখাচ্ছে আন্দোলনের ভিডিও। আর প্রতিটির একই সুর, একই কথা, ফাঁসি চাই, ফাঁসি চাই। এক নজরে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রযুক্তির কল্যাণে কিভাবে শাহবাগ হয়ে ওঠে এতটা উত্তাল -

2013-02-14-17-12-45-511d1b0dde6f0-20

=>অনলাইন থেকেই শুরু হয় প্রথম প্রতিবাদ। ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার রায় ঘোষণার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় অনলাইন মাধ্যমেই প্রতিবাদ জানানো শুরু করেন ব্লগার, অনলাইন অ্যাকটিভিস্টরা। এরপর রাজপথে নামেন তাঁরা এবং পরের ঘটনা হয়ে উঠল ইতিহাস।
=====================================
ফেসবুক থেকে আন্দোলনের শুরু
  • রায়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আন্দোলনের শুরুটা হয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের ইভেন্ট (http://goo.gl/lndua) থেকে। এতে সাড়া দিয়ে শাহবাগে প্রথমে মানববন্ধন, পরে মিছিল নিয়ে সবাই শাহবাগ মোড়ে অবস্থান নেন।
=====================================
ব্লগে আলোচনা
  • রায় ঘোষণার পর প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ শুরু হয় বাংলা ব্লগসাইটগুলোতে।
  • প্রথম আলো ব্লগ (www.prothom-aloblog.com),
  • সামহোয়্যারইন ব্লগ (www.somewhereinblog.net),
  • আমার ব্লগ (www.amarblog.com),
  • সচলায়তন (www.sachalayatan.com),
  • আমরা বন্ধুসহ (www.amrabondhu.com)
  • আরও বিভিন্ন ব্লগে ব্লগাররা লেখেন বিভিন্ন প্রতিবাদী ব্লগ। মানববন্ধন শেষে বিভিন্ন ব্লগে আন্দোলনের বিভিন্ন হালনাগাদ নিয়ে পোস্ট নির্বাচিত করা হয়। এ ছাড়া ব্লগের ব্যানারেও আসে প্রতিবাদী ছবি।
=====================================
No comments

Friday, February 8, 2013

২০১৩ সালের দ্বিতীয় মুক্তিযোদ্ধের এই চেতনা আমাদের আগামীর পথচলার আরেকটি প্রেরণা

আমি ৫২ দেখি নি, আমি ৬২ দেখি নি, আমি ৬৯ দেখি নি, আমি ৭১ দেখি নি কিন্তু তবুও আমি আমার দেশের ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম কারণ আমি ২০১৩ দেখেছি, আমি দেখেছি লাখো তরুন তরুনীদের মহাসমুদ্র যে সমুদ্র আমাকে ৫২, ৬২, ৬৯, ৭১ না দেখার এর দুঃখ ভুলিয়ে দিয়েছে। আমি আজ ইতিহাসের সাক্ষী হলাম। আমি আমাদের পরবর্তী প্রজন্মকে বলতে পারবো, "হ্যাঁ আমিও ছিলাম ২০১৩ এর রাজাকার বিরোধী আন্দোলনে"...সত্যিই এ অনুভবটা অসাধারণ!!!
আসুন আমরা তরুণরা সবাই এক হই, শুধু রাজাকার, আল-বদর, আল-শামসদের বিরুদ্ধে নয়, রুখে দাঁড়াই সকল অপশক্তির বিরুদ্ধে...! ২০১৩ সালের দ্বিতীয় মুক্তিযোদ্ধের এই চেতনা আমাদের আগামীর পথচলার আরেকটি প্রেরণা ।
No comments

Tuesday, February 5, 2013

যাদের জন্য বিশ্ব না হোক অন্তত বাংলাদেশ গর্ব করতে পারে

আমরা যারা তরুন প্রজন্ম আমি তাদের কথাই বলছি।আমাদের কাছে দেশ মানে একটি আবেগের নাম।দেশ নিয়ে অনেক চিন্তা আমাদের মধ্যে।আমাদের চেষ্টা থাকে এমন একটি কাজ করার যা নিয়ে দেশ গর্ব করতে পারে। কিন্তু এই দেশে এমন একটি রাস্তাও খোলা নেই যার মধ্য দিয়ে আমরা সঠিক লক্ষ্যে পৌছাব।
আজ যদি একটা ছেলে সুস্থধারায় রাজনীতি করতে চায়,তাহলে সে ঠিকতে পারবেনা।আমাদের নেতারা চান সবাই তাদের কথায় চলুক,তাদের পকেটের লোক হয়ে থাক।কিন্তু আপনারা কি এটা বিশ্বাস করবেন আপনাদের চেয়ে আমাদের ধ্যান ধারনা অনেক আধুনিক।তাহলে আপনারা আমাদের চিন্তা ভাবনা গুলো কেন গ্রহন করবেন না?
মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আবেগটা দেখুন।আমাদের একটাই চাওয়া ছিল,সেটা হল যুদ্ধাপরাধীদের বিচার।আমরা যুদ্ধ দেখিনি,কিন্তু চেতনা লালন করছি।কিন্তু আপনারা যারা যুদ্ধ দেখেছেন তাঁরা আজ যুদ্ধের আদর্শ ভুলে গেছেন।
আজ আমাদের লেখকদের সমাজ নিয়ে কোন চিন্তা নেই।লেখক কবিদের সবাই আজ বিভিন্ন দলের অনুগত।একটা নতুন লেখক,নতুন কবিকে আপনারা সুযোগ করে দিচ্ছেন না।তারপরও দেখুন আমরা কিন্তু সুযোগ করে নিচ্ছি।
আমরা কি চাই তা আপনারা ভেবে দেখেন নি।আমাদের সুযোগ করে দিন,দেখুন আমরা কি করতে পারি।
আমরা আমাদের গর্বে বাংলাদেশকে গর্বিত করতে চাই।
বাংলাদেশী বংশোদ্ভূত,বিদেশে জন্ম ও বেড়ে উঠা তরুণদের সাফল্যে ইদানিং পত্রিকাগুলোর বুক গর্বে ফুলে উঠছে।তাদের নিয়ে বিশাল ফিচার করা হচ্ছে।অথছ তারা বাংলা ভাষাটাই বলতে পারেনা।দেশ বলতে হয়ত বাংলাদেশ নামক দরিদ্র দেশটাকে চিন্তাও করেনা।
আপনারা এ দেশের আলো হাওয়ায় বেড়ে উঠা তরুণদের নিয়ে লিখুন।একটু খুজে দেখুন এমন অনেক তরুন এ দেশে রয়েছে যাদের জন্য বিশ্ব না হোক অন্তত বাংলাদেশ গর্ব করতে পারে।


লিখাটি চতুর্মাত্রিক ব্লগ থেকে নেয়া হয়েছে।
No comments

Sunday, January 27, 2013

❧ ফেসবুকের দশটি ভিন্ন রকমের টিপস ❧

ফেসবুক নিয়ে নতুন করে কিছু বলার নেই,হয়তো কারো কাছে এটি নেশা আবার কারো কাছে এটি একটি বিরক্তিকর বিষয়। আসলে প্রযুক্তি এমন একটি জিনিস, যার ব্যবহারের উপর এর সুফল বা কুফল নির্ভর করে। যাই হোক, ফেইসবুকে অনেক খুঁটিনাটি বিষয় আছে। যার বেশির ভাগই আপনাদের জানা আছে, কিন্তু যেগুলো কম জানা আবার গুরুত্বপূর্ণও সেগুলো নিয়েই আমার আজকের প্রচেষ্টা।

এক✍
ফেসবুকের অনেক কিছু জানা সত্ত্বেও আকস্মিক বিড়ম্বনার মধ্যে পড়ে যেতে হয়। কোন পাবলিক কম্পিউটারে বা অন্য কারও কম্পিউটারে ফেসবুক লগইন করেছেন কিন্তু আসার সময় বিদ্যুৎ চলে গেছে বা আপনি লগ আউট করতে ভুলে গেছেন। এখন তো অনেক বড় বিপদে পড়ার মত সমস্যা। যদি এমন হয় তবে এবার ঐ কম্পিউটারে ছুটে যাবার দরকার নেই। আপনি আপনার কম্পিউটার থেকেই ঐ কম্পিউটার এর ফেসবুক লগ আউট করতে পারবেন। এজন্য যা করতে হবে-
প্রথমে আপানার PC থেকে ফেসবুক এ লগইন করুন। 
এবার Account Setting এ যান। 
তারপর Security অপশনে Active Sessions এ ক্লিক করুন 
এখন Current Session এ আপনার চলতি PC এর তথ্য দেখাবে আর Also Active এ শিরোনামে লগইন সক্রিয় আছে এমন কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর, আইপি কত, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে। 
এবার ঐ আগের কম্পিউটার লগ আউট করতে End Activity ক্লিক করুন তাহলেই Computer থেকে লগ আউট হয়ে যাবে।
 
দুই✍
এবার হঠাৎ করে আপনার দরকার হল ফেসবুক একাউন্টকে পারমানেন্টলি ডিলিট করে দিবেন। আপনি নিশ্চয়ই এবার সাধারন নিয়মে Account>Security পেজে নিচের Deactivate your Account এ যেয়ে Deactive করে দিবেন। হাহাহা...!!! বলে রাখি ফেসবুক একাউন্ট ডিলিট করা আর ডিএক্টিভ করা দুটি আলাদা বিষয়। আপনি যদি ডিএক্টিভ করে রাখেন সেটি আবার এক্টিভ করে নিতে পারবেন যে কোন সময়ে। কখনও মনের ভুলে লগ ইন করলেই ফেসবুক একাউন্ট টি আবার একটিভ হয়ে যাবে। কিন্তু ডিলিট করতে হলে এই https://www.facebook.com/help/delete_account লিঙ্ক এ ভিজিট করে নির্দেশনা ফলো করুন। নতুন উইন্ডো তে আপনার পাসওয়ার্ড দিন। নিচের অংশে কেপচা ওয়ার্ড পুরন করে Okay ক্লিক করুন। এরপর যেই পেজ আসবে এখানে লেখা আছে তা ভালো করে লক্ষ্য করুন। আপনাকে আবারও সতর্ক করা হবে,আগামী ১৪ দিনের মধ্যে যদি লগ ইন করেন তবে আপনি এই ডিলিট একশন টা কেন্সেল করতে পারবেন। এছাড়া ১৪ দিন পরেই আপনার ফেসবুক একাউন্ট টি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। যা আর কখনও ফেরত পাবেন না।
10 comments

Wednesday, January 9, 2013

ইংরেজি শব্দের মজার তথ্য

• Underground এমন একটি শব্দ যার প্রথম ৩টি অক্ষর und শেষ ৩টি অক্ষর ও und।

• ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।

• "Education" ও "Favourite" শব্দে সবগুলো vowel আছে।

• Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।

• গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।

• University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।

• ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে ।
সেগুলো হলঃ Proceed, Exceed, Succeed

• Therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, herein

• Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে ।

• ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে।
এগুলো হলঃ Tremendous, Horrendous, Stupendous,
Hazardous.

• ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।

• Set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।

• "i am" সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।

• vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল Aও I।

• vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
No comments

Tuesday, January 8, 2013

বাংলাদেশের ২৫ হাজার বর্গকিলোমিটার ভূমি যেভাবে ২১০০ সালের মধ্যে পানিতে তলিয়ে যাবে

 
জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছেএর ফলে ঘটমান বিশ্ব উষ্ণায়ন প্রক্রিয়ার প্রভাবে ২০২০ সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে ১০ সেন্টিমিটারএকই ধারাবাহিকতায় ২০৫০ সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে এখনকার চেয়ে ২৫ সেন্টিমিটার যার ফলে বাংলাদেশের ৪ শতাংশ ভূমি সমুদ্রের পানির নিচে চলে যাবে আর ২১০০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ১ মিটার বৃদ্ধি পেয়ে বাংলাদেশের ১৭ শতাংশ সমুদ্রের দখলে চলে যাবেসমুদ্রপৃষ্ঠের এই স্ফীতির ফলে বাংলাদেশের ১৭ শতাংশ ভূমি পানির নিচে চলে যাবেএর ফলে ঘনবসতিপূর্ণ বাংলাদেশের ২৫ হাজার বর্গকিলোমিটার এলাকা চলে যাবে সমুদ্র গর্ভেএ আশংকার কথা জানিয়েছেন দেশি-বিদেশি পরিবেশ বিজ্ঞানীরা
একটা গবেষণায় বলা হয়েছে, ২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে ২১২ দশমিক পাঁচ মিলিয়নতখন জলবায়ুর ক্ষতিতে পড়বে আট দশমিক ৫০ মিলিয়ন মানুষ
No comments

Blog Archive

Twitter Update

Recent Visitor