jewelheron2@gmail.com

Thursday, April 24, 2014

সি.এস.ই ও ই.ই.ই ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য দরকারী কিছু পিডিএফ বই

আজ সি.এস.ই এবং ই.ই.ই এর স্টুডেন্টের জন্য নিয়ে এলাম দরকারী কিছু পিডিএফ বই। আমরা যারা সি.এস.ই এবং ই.ই.ই এর স্টুডেন্ট, আমাদেরকে সব সময়ই বিদেশী লেখকদের বই অনুসরণ করতে হয়, অনেক সময় বই গুলো আমরা লাইব্রেরীতে খোঁজে পাই না আর পেলেও বইয়ের প্রিন্টগুলো খুব একটা ভাল হয় না। তাই নেট ঘাটাঘাটি করে বেশ কিছু বই এর পিডিএফ সংগ্রহ করে ফেলি। আজ সেগুলোই আপনাদের জন্য নিয়ে এলাম। এক নজরে দেখে নিন কী কী বই আছে-
No comments

Saturday, April 5, 2014

200+ লাইকের ফেসবুক পেজের নাম পরিবর্তন

অনেক দিন পর ব্লগে লিখতে আসলাম, নিশ্চয়ই সবাই ভাল আছেন?আজ আমি আপনাদের সাথে ভিন্ন রকমের একটা টিপস নিয়ে আলোচনা করব। আমরা জানি, ফেসবুকে পেইজ একটি অসাধারণ ফিচার। কোন ব্যক্তি, পন্য কিংবা প্রতিষ্ঠানের ব্র্যান্ড তৈরিতে এটা যেমন খুবই কার্যকরী ঠিক তেমনি ম্যাগাজিনের বিকল্প ফান পেইজ হিসেবে একসাথে অনেক মানুষকে বিনোদিত করারও এক অন্যতম মাধ্যম। কিন্তু একটা অসুবিধা হলো যখন পেইজের লাইক ২০০ এ উপরে চলে যায় তখন আমরা এর নাম আর পরিবর্তন করতে পারিনা। আবার আমরা অনেকে পেইজ ক্রয়ও করে থাকি, কিন্তু অনেক সময় পেইজের নাম পছন্দ না হওয়ায় বাধ্য হয়েই ঐ নামে পেইজ চালাতে হয়, আর একান্ত যদি নাম পরিবর্তন করতেই হয় তাহলে অনেকগুলো ফ্যানকে হারিয়ে ২০০ এর নিচে নিয়ে এসে পরিবর্তন করতে হয়, বোঝতেই পারছেন এটা আপনার জন্য কত বড় একটা ট্রাজেডি। কিন্তু  আমেরিকার ব্যবহারকারীরা যে কোন সময় তাদের পেজের নাম পরিবর্তন করে নিতে পারে। যাইহোক, আমেরিকানরা তাদের জায়গায় থাকুক, আমরা বাঙ্গালী পারিনা এমন কোন কাজ আছে নাকি, দেখে নিন আমেরিকানদের প্রক্সি ব্যবহার করে 200+ লাইকের ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করে নিতে হয়-
No comments

Twitter Update

Recent Visitor