jewelheron2@gmail.com

Saturday, September 21, 2013

ফেসবুক ফ্রেন্ড দের হাইড করা ইমেইল আইডি বের করে নিন

Computer-Thiefফেসবুকের নীতিমালায় একটা কথা আছে, আপনাকে ফেসবুক ব্যবহার করতে হলে আপনার বয়স ন্যূনতম ১৩ বছর হতে হবে। কিন্তু আজ আমি আপনাকে দিয়ে আপনার ফেসবুক ফ্রেন্ড দের হাইড করা ইমেইল আইডি বের করিয়ে দেখাব তার জন্য আপনার বয়স ১২ হলেও আপত্তি নেই। তবে একটা কথা এটা কেবল শিখার জন্য।
আচ্ছা, হাইড করা ইমেইল আইডি দিয়ে আপনি কি করবেন? এখন আবার ভাববেন না উদ্দেশ্যহীন কিছু আপনাদের শিখাচ্ছি। তাহলে দেখুন কি করা যায়-

No comments

NetworkedBlogs এর মাধ্যমে ব্লগকে ফেসবুকের সাথে যুক্ত করুন

Networked-Blogs
আশা করি সবাই ভাল আছেন। আজ আমি ব্লগার বন্ধুদের একটা ফেসবুক অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে আপনারা আপনাদের ব্লগ পোস্টের লিঙ্ক ফেসবুকে অটো শেয়ার করাতে পারবেন অর্থাৎ ব্লগকে ফেসবুকের সাথে যুক্ত করতে পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন আমরা যারা ব্লগিং করি তারা অনেক সময় ও পরিশ্রম নিয়ে একটা লেখা তৈরি করি, উদ্দেশ্য একটাই আমাদের জানা বিষয়টা যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে। আর ফেসবুক হল সেই জায়গা যেখানে আমরা সেই কাজটা করে ফেলতে পারি কারণ ফেসবুকে আমরা একে অপরের সহযোগী হয়ে ভার্চুয়াল জগতে নতুন একটা সমাজ গড়ে নিয়েছি, তাহলে বুঝতে পারছেন ফেসবুকে লিঙ্ক শেয়ারের গুরুত্বটা কতটুকু!!
টিপসটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা আগে পোস্টটি ভাল করে পড়ে বোঝবেন, তারপর চেষ্টা চালাবেন।
ওকে, এবার দেখে নিন-

No comments

Friday, September 20, 2013

ভালোবাসার বৈজ্ঞানিক ব্যাখ্যা


ভালোবাসা সকল মানুষের কাছেই এক বিশাল আলোচিত বিষয়। কিন্তু কি এই ভালোবাসা ? তা কি আমরা একবারও গভীর মনে চিন্তা করে দেখিছি ? সম্ভবত ৯৮% মানুষ অজ্ঞ ভালোবাসা সংজ্ঞা নিয়ে।প্রেম ও ভালোবাসার অধ্যায় গুলো নিয়ে বিস্তর গবেষণা করেছেন পৃথিবীর নশ্বর বিজ্ঞানী ও মনোবিদরা। কিন্তু এ বিষয় সম্পর্কে শেষ কথাটি বলতে পারেনি আজও কেউ। তবে তাদের গবেষণা মতে, প্রেমে পড়লে মস্তিষ্ক থেকে বিপুল পরিমাণ নিঃসৃত হতে থাকে ফিনাইল ইথাইল অ্যামিন (Phenyl ethylamine) ও অ্যামফিটামিন (Amphetamine)জাতীয় রাসায়নিক।
যা স্নায়ুতন্ত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে সমস্ত কোষে। যার ফলে ইউফোরিয়া (Euphoria) উৎপন্ন হয়। এ জন্যই প্রেমে পড়লে অকারণে প্রচণ্ড আনন্দ আর উত্তেজনা দেখা দেয়। তখন কাঠ ফাটা রৌদ্রের দুপুর বেলাও তার কাছে মনে হবে শরতের নির্জন দুপুর বেলা, ঘন অন্ধকার আমাবস্যায়ও মনে হবে আকাশে চাঁদ খেলা করছে যদি ভালোবাসার মানুষটি কাছে থাকে। এককথায় বলতে, মাদকীয় অনুভূতি অনুভূত হয় তার শরীরে। এই রাসায়নিক প্রক্রিয়াটা প্রথমে অনেক বেড়ে যায়। তার পর আস্তে আস্তে কমতে থাকে। এই রাসায়নিক প্রক্রিয়া কমে যাওয়া মানে প্রেমানুভূতির তীব্রতা কমে যাওয়া। যত দিন যাবে ধীরে ধীরে দুটিই কমতে থাকে। তাই ৯৮% প্রেমে প্রথমে ভালোবাসা অনেক বেশী থাকে তারপর যত দিন যায় তত ভালোবাসা কমে যায়। অধিকাংশের ক্ষেত্রে একবারেই শেষ হয়ে যায়।
No comments

Twitter Update

Recent Visitor