jewelheron2@gmail.com

Monday, March 18, 2013

❦ নোটপ্যাড টিপস ❦


আজ আমি কিছু টিপস তুলে ধরব যা অনেক কাজে আসবে। আমরা অনেক সময় আমাদের নোটপ্যাডটি আমাদের কম্পিউটার এর চিপায় ফেলে রাখি। কিন্তু আমরা অনেকে হয়ত জানিনা নোটপ্যাড কতটা কাজের। যাই হোক কাজের কথায় আসি-

✯প্রথম টিরিকটি হলো কিভাবে কোনো সফটয়্যার ছাড়া নোটপ্যাড ব্যবহার করে ফোল্ডার লক করা যায়-
মনে করুন আপনি যে ফোল্ডার লক করবেন তার নাম Love এবং এটি
রয়েছে E ড্রাইভে,তার মানে এর path E:\love
ফোল্ডারটি লক করার জন্য ডেস্কটপে নোটপ্যাড ওপেন করুন
নোটপ্যাড ওপেন করতে...............
start > all programes > accessories > notepad
নোটপ্যাড ওপেন হলে লিখুন-
ren love love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
নোটপ্যাডটি lock.bat নামে সেভ করুন>
এবার আরেকটি নোটপ্যাড খুলি এবং লিখি>
ren love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} love
নোটপ্যাডটি key.bat নামে সেভ করুন>
তৈরীকৃত lock.bat ও key.bat ব্যাচ ফাইল দুটি E ড্রাইভে নিয়ে আসুন।আপনার কাজ হয়ে গেছে। এখন lock.bat ফাইলে ক্লীক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে।আর ফোল্ডারটি আনলক করতে key.bat ফাইলে ক্লীক করুন
হয়ে গেলো সফটয়্যার ছাড়া ফোল্ডার লকিং❧
No comments

Thursday, March 7, 2013

হারিয়ে যাওয়া মন


একদা একদিন মন

হেরে গেল যেমন করে,বৃষ্টির জলে নয়ন ভিজিয়ে

আড়াল হইল কষ্ট,তোমার তরে।
   
আকাশটা ছিল সেদিন মেঘে ভরপুর,

বাতাসে ভাসছিল বেদনার সুর,

শান্ত স্নিগ্ধ ছিল অলস দুপুর।

 একদা একদিন মন হেরে গেল ঠিক তেমন করে,

মেঘের আড়ালে সূর্য যেমন লুকিয়ে পড়ে।
No comments

Twitter Update

Recent Visitor