jewelheron2@gmail.com

Sunday, November 2, 2014

আইফোনের রেস্ট্রিকশন পাসকোড (Restriction Passcode) যেভাবে ভাঙবেন

সবাই নিশ্চয়ই ভালো আছেন? অনেক দিন বিরতি নিয়ে লিখতে আসলাম। যেহেতু আমি সিকিউরিটি সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বেশি লিখি, সেই ধারাবাহিকতার আজও ব্যতিক্রম হচ্ছে না, হ্যাঁ, আজ আমি আপনাদের দেখাব আইফোনের রেস্ট্রিকশন পাসকোড কিভাবে ভাঙতে হয়, বরাবরের মত একটাই উপদেশ দিব উপরিক্ত আইডিয়া কারো ক্ষতি করার উদ্দেশ্যে যেমন কারো প্রাইভেসি ব্রেক করার কাজে যেন ব্যবহার না করা হয়।
আপনারা যারা আইফোন ব্যবহার করেন তারা ভাল করেই জানেন রেস্ট্রিকশন পাসকোডটা হলো ৪ ডিজিটের একটা সিকিউরিটি সিস্টেম যা দিয়ে আপনি আপনার মোবাইল নিজের কন্ট্রোলে রাখতে পারবেন যাতে অন্য কেউ আপনার অনুমতি ব্যতিত আপনার মোবাইলে একসেস করতে না পারে কিংবা আপনার  ফোনের এপ্লিকেশন ইন্সটল, ডিলিট কিংবা এনাবল করাটা নিজের কন্ট্রোলে রাখতে পারবেন। তাছাড়া কিছু ডিফল্ট এল্পিকেশন যেমন Safari, Camera, Facetime, iTunes Store, iBooks Store, Siri, AirDrop ইত্যাদি এনাবল ডিজেবল নিজের কনট্রোলে রাখতে পারবেন। অনেক সময় হয় কি আমরা এই পাসকোড লাগিয়ে রাখি, কিছু দিন পর দেখা যায় পাসকোড ভুলে গেসি, কিংবা কারো কাছ থেকে আইফোন কিনে আনলেন, দেখলেন পাসকোড লাগানো, এতে আমরা এপ্লিকেশন ইউজের ক্ষেত্রে নানান ধরনের সমস্যায় পড়তে পারি।
যাই হোক, এবার দেখে নিন এই পাসকোড কিভাবে ভাঙবেন, এই পাসকোড সাধারণত দুটি পদ্ধতিতে ভাঙ্গা যায়, একটা হলো আই বেকআপ বুটের মাধমে আর অন্যটি হলো জেইলব্রেক সিস্টেমের মাধ্যমে। প্রথম পদ্ধতি অপেক্ষাকৃত সহজ তাই আজ আমি এটাই আপনাদের দেখাব, দ্বিতীয় পদ্ধতি নিয়ে অন্য সময় আলোচনা করব।
এই কাজটি করতে যা যা লাগবেঃ
প্রথমে এই লিঙ্ক থেকে iBackupBot নামক সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
তারপর লেটেস্ট ভার্শনের iTunes টি আপনার পিসিতে ইন্সটল করে রাখুন।
যাদের iTunes নেই তারা এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন।
ওকে, এবার আপনার আইফোনটি পিসির সাথে কানেক্ট করান, iTunes ওপেন করে আপনার মোবাইলের ব্যাকআপ নিয়ে নিন। ব্যাকআপ নেয়া শেষ হলে iTunes টি বন্ধ করে নিন।
এবার iBackupBot সফটওয়্যারটি ওপেন করেন।
এবার বাম দিক হতে SystemFiles/HomeDomain/Library/Preferences এ যান, বুঝতে অসুবিধা হলে নিচের ছবিটি দেখুন-












Preferences এ ক্লিক করার পর যে উইন্ডো আসবে সেখানে উপরে ডান দিকে যে সার্চ বক্স দেখবেন সেখানে সার্চ দিন com.apple.springboard.plist । এবার এটাকে ক্লিক করে ওপেন করুন, আপনি চাইলে এটা নোটপ্যাড দিয়ে অথবা যে কোন plist-editors দিয়ে ওপেন করাতে পারেন যদি স্বাভাবিকভাবে ক্লিক করার পর ওপেন না হয়। এবার নিচের কোডটি খুঁজে বের করুন-
<key>SBParentalControlsBlockTimeIntervalSinceReferenceDate</key>
          <real>362258969.244102</real>
          <key>SBParentalControlsEnabled</key>
          <true/>
          <key>SBParentalControlsFailedAttempts</key>
          <integer>9</integer>
          <key>SBParentalControlsMCContentRestrictions</key>
          <dict>
                    <key>countryCode</key>
                    <string>us</string>
          </dict>
লক্ষ্য করুন- এই অংশে <integer>9</integer> যেখানে "9" দেখছেন সেখানে সব সময় যে 9 থাকবে এমন না, এখানে 9 মানে আপনি ৯ বার চেষ্টা চালিয়েছেন ভুল কোড দিয়ে মানে আপনাকে ৯ বার ফেইলড অ্যাটেমপ্ট দেখিয়েছে। এবার এটাকে এডিট করে 0 (জিরো) করে দিন। কোডটা হবে এই রকম <integer>০</integer>  । এখন যেখানে </dict> অংশটি দেখছেন ঠিক তার নিচে নিচের কোডটি লিখে দিন-
 <key>SBParentalControlsPIN</key>
<string>1234</string>
তাহলে পুরো কোড অংশটুকু পরিবর্তিত হয়ে এই রকম হল-
 <key>SBParentalControlsBlockTimeIntervalSinceReferenceDate</key>
          <real>362258969.244102</real>
          <key>SBParentalControlsEnabled</key>
          <false/>
          <key>SBParentalControlsFailedAttempts</key>
          <integer>0</integer>
          <key>SBParentalControlsMCContentRestrictions</key>
          <dict>
                    <key>countryCode</key>
                    <string>us</string>
          </dict>
          <key>SBParentalControlsPIN</key>
          <string>1234</string>
এবার এটাকে restore (রিস্টোর) করে দিন। আপনি চাইলে Control+T তে ক্লিক করেও restore করতে পারেন।
ব্যাস, এবার আপনার আইফোনটি restrat দিন। তারপর Settings>General>Restrictions এ যান, প্রথমে ডিফল্ট হিসেবে পাসকোড 1234 দিয়ে রেস্ট্রিকশন ওপেন করুন, দেখবেন আর কোন Failed Attempts দেখাচ্ছে না। পরবর্তীতে আপনি চাইলে 1234 এর পরিবর্তে আপনার পছন্দের পাসকোড ব্যবহার করতে পারবেন।
কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন। হ্যাকিং কিংবা সিকিউরিটি সংক্রান্ত আরও পোস্ট দেখতে চাইলে আমার ফেসবুক পেইজেও ভিজিট করতে পারবেন।
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/jewelheron
আজ এই পর্যন্তই ! সবাই ভাল, নিরাপদ ও সতর্ক থাকবেন।
2 comments

Friday, July 4, 2014

ভার্সিটির ল্যাব কিংবা সাইবার ক্যাফের ইউজারদের হ্যাক করুন মজিলা ফায়ারফক্সকে ফাঁদ বানিয়ে

অনেক দিন পর লিখতে বসলাম। সবাই নিশ্চয়ই ভাল আছেন?
আজও যথারীতি হ্যাকিং নিয়ে লিখব। আজকে আমি দেখাব মজিলা ফায়ারফক্সকে হ্যাকিং ফাঁদ বানিয়ে কিভাবে ভিকটিমের ইমেইল ও পাসওয়ার্ড বের করে নেয়া হয়। এই পদ্ধতিতে যারা সাইবার ক্যাফে কিংবা ভার্সিটির ল্যাব বিশেষ করে পাবলিক প্লেইস গুলোতে ফেসবুক, ইমেইল আইডি ব্যবহার করেন তাদেরকেই ভিক্টিম বানানো যাবে। প্রথেমে বলে নেই এটা শুধু জানার জন্য, কেউ অনৈতিক কাজে ব্যবহার করবেন না, আমার নিজের কিছু সর্বজান্তা টাইপের ফ্রেন্ড আছে যারা নিজের অজান্তে এই পদ্ধতিতে আমার কাছে ভিক্টিম হয়ে আছেন, উনাদের সমবেদনাসরূপ পোস্টটি উৎসর্গ করলাম। :P
এবার দেখে নিন কিভাবে কাজটি করা হয়ঃ
যা যা লাগবেঃ
No comments

Friday, May 2, 2014

রেজিস্ট্রারিং ছাড়াই যে কোন ওয়েবসাইট বা ফোরামে একসেস করুন

অনেক সময় কোন গুরুত্বপূর্ণ পোস্ট কিংবা আর্টিকুল পড়ার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট বা ফোরামে প্রবেশ করি, অধিকাংশ সময়ে যেটা হয় ঐ নির্দিষ্ট পোস্ট কিংবা আর্টিকুলটি পড়ার জন্য আমাদেরকে ঐ ওয়েবসাইট বা ফোরামে রেজিস্ট্রেশন করে নিতে হয়, নতুবা আমাদেরকে ঐ লিঙ্কে বা সাইটে একসেস দেয়া হয় না, এটা প্রায় খুবই বিরক্তিকর এবং সময়সাপেক্ষ। অনেক সময় আমরা চাইও না ঐ সাইটে বা ফোরামে আমাদের কোন আইডি থাক, তাই আজ আমি আপনাদের দেখাব কীভাবে রেজিস্ট্রারিং ছাড়াই যে কোন ওয়েবসাইট বা ফোরামে একসেস করে নিতে হয়-
No comments

Thursday, April 24, 2014

সি.এস.ই ও ই.ই.ই ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য দরকারী কিছু পিডিএফ বই

আজ সি.এস.ই এবং ই.ই.ই এর স্টুডেন্টের জন্য নিয়ে এলাম দরকারী কিছু পিডিএফ বই। আমরা যারা সি.এস.ই এবং ই.ই.ই এর স্টুডেন্ট, আমাদেরকে সব সময়ই বিদেশী লেখকদের বই অনুসরণ করতে হয়, অনেক সময় বই গুলো আমরা লাইব্রেরীতে খোঁজে পাই না আর পেলেও বইয়ের প্রিন্টগুলো খুব একটা ভাল হয় না। তাই নেট ঘাটাঘাটি করে বেশ কিছু বই এর পিডিএফ সংগ্রহ করে ফেলি। আজ সেগুলোই আপনাদের জন্য নিয়ে এলাম। এক নজরে দেখে নিন কী কী বই আছে-
No comments

Saturday, April 5, 2014

200+ লাইকের ফেসবুক পেজের নাম পরিবর্তন

অনেক দিন পর ব্লগে লিখতে আসলাম, নিশ্চয়ই সবাই ভাল আছেন?আজ আমি আপনাদের সাথে ভিন্ন রকমের একটা টিপস নিয়ে আলোচনা করব। আমরা জানি, ফেসবুকে পেইজ একটি অসাধারণ ফিচার। কোন ব্যক্তি, পন্য কিংবা প্রতিষ্ঠানের ব্র্যান্ড তৈরিতে এটা যেমন খুবই কার্যকরী ঠিক তেমনি ম্যাগাজিনের বিকল্প ফান পেইজ হিসেবে একসাথে অনেক মানুষকে বিনোদিত করারও এক অন্যতম মাধ্যম। কিন্তু একটা অসুবিধা হলো যখন পেইজের লাইক ২০০ এ উপরে চলে যায় তখন আমরা এর নাম আর পরিবর্তন করতে পারিনা। আবার আমরা অনেকে পেইজ ক্রয়ও করে থাকি, কিন্তু অনেক সময় পেইজের নাম পছন্দ না হওয়ায় বাধ্য হয়েই ঐ নামে পেইজ চালাতে হয়, আর একান্ত যদি নাম পরিবর্তন করতেই হয় তাহলে অনেকগুলো ফ্যানকে হারিয়ে ২০০ এর নিচে নিয়ে এসে পরিবর্তন করতে হয়, বোঝতেই পারছেন এটা আপনার জন্য কত বড় একটা ট্রাজেডি। কিন্তু  আমেরিকার ব্যবহারকারীরা যে কোন সময় তাদের পেজের নাম পরিবর্তন করে নিতে পারে। যাইহোক, আমেরিকানরা তাদের জায়গায় থাকুক, আমরা বাঙ্গালী পারিনা এমন কোন কাজ আছে নাকি, দেখে নিন আমেরিকানদের প্রক্সি ব্যবহার করে 200+ লাইকের ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করে নিতে হয়-
No comments

Monday, January 20, 2014

হ্যাক টক অ্যান্ড ট্রিপ্স ও জেনে নিন হ্যাকারদের সাংকেতিক ভাষা-লিট



আশা করি সবাই ভাল আছেন, টাইটেল দেখে অনেকেই বোঝে গেছেন কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, হ্যাঁ, আগের কয়েকটি পোস্টের মত এবারও হ্যাকিং টাইপের কিছু টিপস থাকবে সেই সাথে হ্যাকিং এর বেসিক কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তবে যারা ফেসবুক, ইমেইল আইডি, ওয়েবসাইট ইত্যাদি হ্যাক করা শিখে ফেলবেন এই আশায় পোস্টটি পড়া শুরু করে দিয়েছেন তাদের বলব, ভাই ইতি টানেন, আমি এমন কিছু শিখাতে চাইনা যা অন্যের মাথা ব্যাথার কারণ হয়, তবে যে কয়েকটি বিষয় বা টিপস নিয়ে কথা বলব তা কেবল আপনার জানার জন্য, যাতে কখনো ভিকটিভ না হোন। যাই হোক টপিকে ফিরে আসি, নিচের কোডটি আপনার নোটপ্যাড অপেন করে তাড়াতাড়ি লিখে ফেলুন-
01001011000111110010010101010101010000011111100000

No comments

Friday, January 17, 2014

ফেইসবুক ফ্রেন্ডের Only Me করে রাখা প্রোফাইল ছবিটি পূর্ণ সাইজে সেভ করা ও ফেসবুকের সম্পর্কিত একটি ভ্রান্ত ধারণা।

index
অনেক দিন পর ব্লগে লিখতে আসলাম, আশা করি সবাই ভাল আছেন।
আমি আমার আগের একটি পোস্টে দেখিয়েছিলাম ফেসবুক ফ্রেন্ডদের হাইড করা ইমেইল আইডি কিভাবে বের করে নিতে হয় ও ওল্ড পাসওয়ার্ড না জেনেই বন্ধুর পিসির পাসওয়ার্ড কিভাবে বদলাতে পারেন। পোস্ট দুইটি পড়তে এখানেএখানে ক্লিক করুন। আজ আমি আপনাদের দেখাব ফেসবুক ফ্রেন্ডদের Only Me করে রাখা প্রোফাইল ছবিটি কিভাবে পূর্ণরূপে দেখতে পারেন ও সেই ছবিটি ঐ সাইজে কিভাবে সেভ করে রাখতে পারেন। এই টিপসগুলো কেবল আপনাদের সতর্ক করার জন্য যাতে কোন অসৎ ব্যাক্তির ফাঁদে ধরা না পড়েন, কেউ খারাপ কাজে ব্যবহার করলে নিজ দায়িত্বে করবেন। এবার কাজের কথায় আসি, সাধারণত Only Me করে রাখা ছবিগুলো (১৬০*১৬০)px এর সমান সাইজ নিয়ে প্রোফাইল ছবি হিসেবে সেট হয়ে থাকে, যার ফলে আপলোড করা ছবিটি ঐ নির্দিষ্ট সাইজের বেশি দেখতে পারি না কিংবা মাউসের রাইট বাটন ব্যবহার করে সেভ করলেও ঐ নির্দিষ্ট আয়তনেরই থাকে। তাহলে দেখুন কি করে পূর্ণ সাইজ নিয়ে ছবিটি বের করে নিয়ে আসতে পারি, টিপসটি একদম সহজ, সবাই পারবেন।
No comments

পরিচিত হয়ে নিন Lazarus: From Recovery ও Adblock Plus নামক দু’টি চমৎকার এড-অন্সের সাথে

সবাই নিশ্চয় ভালো আছেন? আজ আমি আপনাদের সাথে চমৎকার দু’টি এড-অন্স নিয়ে কথা বলব।
ধরুন, আপনি অনলাইনে কোথাও কিছু টাইপ করছেন। নেটওয়ার্ক প্রবলেম বা পাওয়ার ফেইলারের কারণে আপনার পিসি বা ল্যাপটপ হঠাৎ করে বন্ধ হয়ে গেল কিংবা ব্রাউজারটি কোন একটা কারণে ক্রেশ করল, সেই সাথে আপনার  অনেক কষ্টের লেখাটিও হারিয়ে গেল। এখন নিশ্চয়ই ভাবছেন, যদি আমার পিসিতে এমন কিছু থাকত যা আমার লেখাটি সেভ করে রাখত। হ্যাঁ, এই রকম করে আমিও ভেবেছিলাম এবং সেই ভাবনা থেকে চমৎকার একটা এড-অন্সের খোঁজ পাই, যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এড-অন্সটির নাম “Lazarus: From Recovery”। নামটি শুনতে অদ্ভুত মনে হলেও  কাজটি কিন্তু সেরকম। এই এড-অন্সটি অনলাইনে আপনি যা টাইপ করবেন তার একটা ডাটা অটোমেটিক কপি করে রাখবে। যদি কোন একটা কারণে আপনি উপরিউক্ত প্রবলেমে পড়েন , তাহলে যে জায়গায় লেখাটি টাইপ করেছিলেন ঐ জায়গায় গিয়ে জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ঐখানে “Recover Text” নামে যে অপশনটি পাবেন সেখানে ক্লিক করলেই আপনার হারিয়ে যাওয়া লেখাটি খোঁজে পাবেন, তারপর ঐ লেখার উপর একটা ক্লিক করলেই তা যথাস্থানে চলে আসবে। নিচের ছবিটি দেখুন, আরও ভালো করে বোঝতে পারবেন- 8-)
1 comment

Twitter Update

Recent Visitor