jewelheron2@gmail.com

Friday, May 2, 2014

রেজিস্ট্রারিং ছাড়াই যে কোন ওয়েবসাইট বা ফোরামে একসেস করুন

3:33 AM

Share it Please
অনেক সময় কোন গুরুত্বপূর্ণ পোস্ট কিংবা আর্টিকুল পড়ার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট বা ফোরামে প্রবেশ করি, অধিকাংশ সময়ে যেটা হয় ঐ নির্দিষ্ট পোস্ট কিংবা আর্টিকুলটি পড়ার জন্য আমাদেরকে ঐ ওয়েবসাইট বা ফোরামে রেজিস্ট্রেশন করে নিতে হয়, নতুবা আমাদেরকে ঐ লিঙ্কে বা সাইটে একসেস দেয়া হয় না, এটা প্রায় খুবই বিরক্তিকর এবং সময়সাপেক্ষ। অনেক সময় আমরা চাইও না ঐ সাইটে বা ফোরামে আমাদের কোন আইডি থাক, তাই আজ আমি আপনাদের দেখাব কীভাবে রেজিস্ট্রারিং ছাড়াই যে কোন ওয়েবসাইট বা ফোরামে একসেস করে নিতে হয়-
প্রথমে নিচে দেয়া লিংক হতে এডঅন্সটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
মজিলা ফায়ারফক্স ইউজারদের জন্য- ডাউনলোড
ক্রোম ইউজারদের জন্য - ডাউনলোড
এখন সরাসরি ব্রাউজার হতে-
Tools > Default User Agent > User Agent Switcher > Options -এ যান।
প্রয়োজনে নিচের ছবিটি দেখুন-
 
এখন নতুন একটা উইন্ডো অপেন হবে, সেখান হতে NEW তে ক্লিক করুন, তারপর একটা ড্রপ ডাউন লিস্ট অপেন হবে, সেখান হতে New User Agent-এ ক্লিক করুন। প্রয়োজনে নিচের ছবিটি অনুসরণ করুণ-
 
এবার আর একটি উইন্ডো অপেন হবে, সেখানে Description বক্সে নিচে দেয়া লিখাটি টাইপ করবেন-

crawl-66-249-66-1.googlebot.com
 
তারপর পরবর্তী User agent বক্সে নিচের দেয়া লিখাটি টাইপ করবেন-

Googlebot/2.1 (+http://www.googlebot.com/bot.html)

এবার OK বাটনে ক্লিক করুণ। প্রয়োজনে নিচের ছবিটি দেখুন-

সবশেষে আবার Tools-এ যান, Default User Agent- হতে crawl-66-249-66-1.googlebot.com এই লাইনটি সিলেক্ট করে দিন। নিচের ছবিটি দেখুন-



ব্যস, কাজ শেষ। আজ এই পর্যন্তই, উপরিউক্ত আইডিয়াটি যদি কেউ অনৈতিক কাজে ব্যবহার করেন তাহলে নিজ দায়িত্বে করবেন।
সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন, আল্লাহ হাফিজ...!!

0 comments:

Post a Comment

Twitter Update

Recent Visitor