jewelheron2@gmail.com

Tuesday, May 28, 2013

কম্পিউটার রিফ্রেশ-হাতের স্পর্শ ছাড়া

আমরা যখন পিসিতে বসি তখন কম্পিউটারের কার্যক্ষমতা ঠিক রাখার জন্য কিছু সময় পর পর রিফ্রেশ করি। রিফ্রেশ করাটা আমাদের মাঝে অভ্যাসে পরিনত হয়ে যায়। কারো কারো কাছে অভ্যাস এতটা তীব্র হয় যে কারনে অকারণে পিসি অনবরত রিফ্রেশ করতে থাকি। যদি এমন হয় যে কম্পিউটার নিজে থেকে রিফ্রেশ নেয় তাহলে আমাদের অভ্যাসে কিছুটা পরিবর্তন আসতে পারে। আমি আজ একটা টিপস দেব যাতে কম্পিউটার হাতের ছোঁয়া ছাড়া স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ নেবে।
এজন্য আপনাকে যা করতে হবে:
No comments

Monday, May 20, 2013

Nilgiri, the blue world ~ Bandarban

Nilgiri, the mountain of blues. This is around 47 kilometers from Bandarban town. Day by day this place became one of the most lucrative tourist spot at Bandarban.

You can observe the bewitching beauty of the mountains, where the clouds are playing with the waves of the wind. Its unbelievable site which is not expressible through texts.

No comments

"সিলেটী" ভাষা একটি স্বয়ংসম্পূর্ণ ভাষা এবং এর একটা নিজস্ব লিপি আছে ~

অবাক হয়েছেন তো ? অবাক হওয়ার কিছু নেই, সিলেটী ভাষা বাংলা থেকে সম্পূর্ণ আলাদা এবং প্রাচীন একটি স্বয়ংসম্পূর্ণ ভাষা। তাই নিঃসন্দেহে বলতে পারি সিলেটিরা মূলত বাংলাভাষী না !!!!
এ তথ্যটি অনেক সিলেটিবাসীর জানা নেই। আপনি কী জানেন "সিলেটী" ভাষার একটা নিজস্ব লিপি আছে। কিন্তু সেটা আজ প্রায় বিলুপ্ত। পৃথিবীতে প্রায় আট হাজার ভাষা রয়েছে যার মধ্যে স্বয়ংসম্পূর্ণ ভাষার সংখ্যা তিন হাজার। এই তিন হাজার ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে। আর সেই রকম একটি ভাষা হল সিলেটী ভাষা। ভাষা বিশ্লেষকরা বলেন, বাংলাদেশের মাতৃভাষা বাংলা হলেও সিলেটিদের মাতৃভাষা সিলেটী বা প্রচিীন নাগরী। ইতিহাস থেকে জানা যায়, এ ভাষার প্রচলন শুধু সিলেটেই সীমাবদ্ধ না, ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরার বহু সংখ্যক লোকের মাতৃভাষা সিলেটী। এটি যে একটি প্রাচীন ভাষা তাতে কোন সন্দেহ নেই।

No comments

Wednesday, May 1, 2013

একটি মজাদার আদর্শ হিন্দি সিরিয়াল তৈরির রেসিপি

সিরিয়াল তৈরির উপকরণ:
১।একটা নায়িকা: নায়িকা চরিত্রের জন্য হাবাগোবা বা নিতান্ত সহজ সরল চেহারার নারীরা অধিক প্রাধান্য পাবে। একশ ঘা খেয়েও যে হাসিমুখে থাকতে পারবে, সেই আসল নায়িকা।

২।একটা নায়ক: নায়ক চরিত্রের জন্য বিশেষ কোন যোগ্যতার দরকার নেই। ২৫/৩০ বছর বয়স্ক পুরুষ হলেই হবে। অভিনয় দক্ষতা না থাকলেও চলবে। সিরিয়ালে পুরুষদের পুতুল সাজিয়ে রাখার নিয়ম।

৩।দুই জোড়া বয়স্ক অভিনেতা অভিনেত্রী (মা বাবা ও শ্বশুর শাশুড়ি চরিত্রের জন্য)।

৪।নায়িকার শ্বশুর বাড়িতে সঙ্কট তৈরির জন্য ইচ্ছামত ননদ, জা রাখা যেতে পারে।
পারিবারিক অশান্তি তৈরি ও নির্মূলের জন্য এরা খুবই কার্যকর।

৫।একটা ডুপ্লেক্স বাড়িঃ নায়কদের বাড়ি অবশ্যই ডুপ্লেক্স হতে হবে। এক্ষেত্রে রান্নাঘর, ড্রয়িং রুম, ডাইনিং রুমের দিকে বেশি নজর দিতে হবে।
এছাড়া কাহিনীর জন্য অবশ্যই নায়ক নায়িকাদের মোটামুটি অবস্থাসম্পন্ন ঘরের হতে হবে। নায়কদের যে কোন বিজনেস থাকবে, প্রতিদিন ১০০ কোটি টাকার লাভ লোকসান হতে হবে। মনে রাখবেন, লাভ হলেও ১০০, লস হলেও ১০০।

এই উপকরণগুলো নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন, পরিমাণ মত সঙ্কট বা ঝামেলা মেশান, তৈরি হয়ে গেল মজাদার একটি হিন্দি সিরিয়াল। বছরের পর বছর পাবলিককে খাওয়ানো যাবে। নষ্ট হওয়ার কোন উপায় নেই।
কীভাবে মিশ্রণ তৈরি করবেন? এটাও বলে দিতে হবে? আচ্ছা একটা নমুনা বলে দিচ্ছি। এই পথে আগালে ১০০% সফলতার সম্ভাবনা।

No comments

Twitter Update

Recent Visitor