jewelheron2@gmail.com

Friday, October 18, 2013

উইন্ডোজ ইন্সটল করুন পেনড্রাইভকে বুটেবল ডিস্ক বানিয়ে

সাধারণত ছোট নেটবুক (১০.১ ইঞ্চি বা তারেচেয় ছোট) কম্পিউটারে সিডি বা ডিভিডি-রম ড্রাইভ থাকে না। এখন যদি এগুলোতে অপারেটিং সিস্টেম ইনস্টল করেত চান, তাহেল উপায় কী! উপায় হল এক্সটারনাল সিডি অথবা ডিভিডি-রম ড্রাইভ ব্যবহার করা। এখন সেটি সব সময় হাতের কাছে নাও থাকেত পারে। সে ক্ষেত্রে আপিন যেটি করেত পারেন তা হল, আপনার হাতের কাছের পেনড্রাইভটিকে কম্পিউটার চালু করার উপেযাগী বা বুটেবল করে সেটি দিয়ে উইন্ডোজ ইনস্টল করা।
প্রথমেই বলে রাখি, এই পদ্ধতি উইন্ডোজ এক্সপির জন্য নয়, শুধু উইন্ডোজ সেভেন, এইট ও ভিস্তার জন্য।
এজন্য প্রথমে আপনার পেনড্রাইভটি কম্পিউটারে যুক্ত করে উইন্ডোজ স্টারট মেনু থেকে রান কমান্ডে গিয়ে cmd লিখে এন্টার করুন। নতুন উইন্ডোতে লিখুন DISKPART। তাহেল নতুন আরেকটি উইন্ডো খুলেব। সেখানে LIST DISK লিখে এন্টার করুন।এবারে প্রথমে SELECT DISK 1 লিখুন। তারপর একে একে নিচের সংকেত গুলো লিখেদিন—
CLEAN
CREATE PARTITION PRIMARY
SELECT PARTITION 1
ACTIVE
FORMAT FS=NTFS
ASSIGN
EXIT
এবার এই উইন্ডো মিনিমাইজ করে রাখুন। তারপর উইন্ডোজ সেভেন ডিভিডি-রম ড্রাইেভ ঢোকান। ধরে নিই আপনার ডিভিডি-রম ড্রাইভ ও পেনড্রাইেভর ড্রাইভ লেটার হল যথাক্রমে I ও J । কমান্ড উইন্ডোতে ফিরে গিয়ে I: CD BOOT Ges CD BOOT লিখুন। এবারে BOOTSECT.exe /NT60 J: লিখে এন্টার করুন। এবারে ডিভিডির সব ফাইল পেনড্রাইেভ কপি করে নিন, তা হলেই বুটেবল হয়ে যাবে পেনড্রাইভ এবং সরাসির পেনড্রাইভ থেকেই ইনস্টল করেত পারেবন উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম।
No comments

ওল্ড পাসওয়ার্ড না জেনেই বন্ধুর পিসির পাসওয়ার্ড বদলানো ও সফটওয়্যার ছাড়াই কোন কিছু পাসওয়ার্ড দিয়ে লক করার সহজ পদ্ধতি

ঈদ মোবারক…!!!
নিশ্চয়ই সবাই ভাল আছেন? দীর্ঘদিন পর লিখতে বসলাম। আমার আজকের লেখাটি কম্পিউটার বিষয়ে খুব এক্সপার্ট এমন কারো জন্য না, সিকিউরিটি সংক্রান্ত কিছু সহজ বিষয় নিয়ে কথা বলব যা নতুনদের কিছুটা হলেও কাজে আসবে। এক্সপার্টদের জন্য একটা প্রশ্ন রেখে যাই দেখি তো উত্তর দিতে পারেন কিনা, উত্তরটা আমি লেখার শেষের দিকে দিব, মিলিয়ে নিবেন। আপনারা নিশ্চই আপনাদের হার্ডডিস্কের সাইজ Gigabyte > Terabyte > Petabyte পর্যন্ত শুনেছেন? তারপরের সাইজগুলা কি,জানেন তো? ওকে, চিন্তা করতে থাকেন ..!! বাকিরা একটু এই দিকে আসেন-
No comments

Twitter Update

Recent Visitor