jewelheron2@gmail.com

Thursday, August 8, 2013

ফেসবুকবাসীদের জন্য কিছু ফেসবুকীয় টিপস অ্যান্ড ট্রিক্স!

= সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার ঈদ স্পেশাল লেখাটি শুরু করছি =
যেহেতু আমরা ঈদের আনন্দ একে অপরের সাথে কিছুটা ফেসবুকের মাধমেও শেয়ার করে থাকি তাই ঈদ স্পেশাল লেখা হিসেবে ফেসবুককেই চয়েস করলাম।
ফেসবুক প্রতিনিয়ত আপডেট হয়ে আসছে, ফেসবুককে পূর্ণ নিয়ন্ত্রনে রাখতে যুক্ত হচ্ছে নানান রকমের ফিচার, তৈরি হচ্ছে হরেক রকমের এড-অন্স, এপ্লিকেশন। কিন্তু কথা হল আমরা কি এগুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারছি, হয়ত পারছি হয়তোবা না। আজ আমি আপনাদের সাথে সেইরকম কয়েকটি ফেসবুক রিলেটেড বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিব যা আপনার ফেসবুক ব্যবহারকে আরও উপভোগ্য করে তোলবে।
url
 প্রথমে আমি একটা এপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেই। আমরা যখন ফেসবুকে প্রবেশ করি তখন আমাদের নিউজ ফিডে বিভিন্ন রকমের লিঙ্ক চোখে পড়ে। অনেক সময় সর্ট লিঙ্ক বা কোন কোন ক্ষেত্রে এদের হাইপার লিঙ্ক না থাকায় আমরা বুঝতে পারিনা এগুলোতে ক্লিক করা উচিত হবে কিনা। তার জন্য আপনারা একটি ফেসবুক এন্টিভাইরাস ব্যবহার করতে পারবেন যা দিয়ে স্ক্যান করে বুঝতে পারবেন কোন লিঙ্ক উপকারি আর কোন লিঙ্ক অপকারি। ফেসবুকে লগ ইন থাকা অবস্থায় এপ্লিকেশনটি এখান থেকে যুক্ত করুন।
No comments

Twitter Update

Recent Visitor