jewelheron2@gmail.com

Sunday, January 27, 2013

❧ ফেসবুকের দশটি ভিন্ন রকমের টিপস ❧

ফেসবুক নিয়ে নতুন করে কিছু বলার নেই,হয়তো কারো কাছে এটি নেশা আবার কারো কাছে এটি একটি বিরক্তিকর বিষয়। আসলে প্রযুক্তি এমন একটি জিনিস, যার ব্যবহারের উপর এর সুফল বা কুফল নির্ভর করে। যাই হোক, ফেইসবুকে অনেক খুঁটিনাটি বিষয় আছে। যার বেশির ভাগই আপনাদের জানা আছে, কিন্তু যেগুলো কম জানা আবার গুরুত্বপূর্ণও সেগুলো নিয়েই আমার আজকের প্রচেষ্টা।

এক✍
ফেসবুকের অনেক কিছু জানা সত্ত্বেও আকস্মিক বিড়ম্বনার মধ্যে পড়ে যেতে হয়। কোন পাবলিক কম্পিউটারে বা অন্য কারও কম্পিউটারে ফেসবুক লগইন করেছেন কিন্তু আসার সময় বিদ্যুৎ চলে গেছে বা আপনি লগ আউট করতে ভুলে গেছেন। এখন তো অনেক বড় বিপদে পড়ার মত সমস্যা। যদি এমন হয় তবে এবার ঐ কম্পিউটারে ছুটে যাবার দরকার নেই। আপনি আপনার কম্পিউটার থেকেই ঐ কম্পিউটার এর ফেসবুক লগ আউট করতে পারবেন। এজন্য যা করতে হবে-
প্রথমে আপানার PC থেকে ফেসবুক এ লগইন করুন। 
এবার Account Setting এ যান। 
তারপর Security অপশনে Active Sessions এ ক্লিক করুন 
এখন Current Session এ আপনার চলতি PC এর তথ্য দেখাবে আর Also Active এ শিরোনামে লগইন সক্রিয় আছে এমন কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর, আইপি কত, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে। 
এবার ঐ আগের কম্পিউটার লগ আউট করতে End Activity ক্লিক করুন তাহলেই Computer থেকে লগ আউট হয়ে যাবে।
 
দুই✍
এবার হঠাৎ করে আপনার দরকার হল ফেসবুক একাউন্টকে পারমানেন্টলি ডিলিট করে দিবেন। আপনি নিশ্চয়ই এবার সাধারন নিয়মে Account>Security পেজে নিচের Deactivate your Account এ যেয়ে Deactive করে দিবেন। হাহাহা...!!! বলে রাখি ফেসবুক একাউন্ট ডিলিট করা আর ডিএক্টিভ করা দুটি আলাদা বিষয়। আপনি যদি ডিএক্টিভ করে রাখেন সেটি আবার এক্টিভ করে নিতে পারবেন যে কোন সময়ে। কখনও মনের ভুলে লগ ইন করলেই ফেসবুক একাউন্ট টি আবার একটিভ হয়ে যাবে। কিন্তু ডিলিট করতে হলে এই https://www.facebook.com/help/delete_account লিঙ্ক এ ভিজিট করে নির্দেশনা ফলো করুন। নতুন উইন্ডো তে আপনার পাসওয়ার্ড দিন। নিচের অংশে কেপচা ওয়ার্ড পুরন করে Okay ক্লিক করুন। এরপর যেই পেজ আসবে এখানে লেখা আছে তা ভালো করে লক্ষ্য করুন। আপনাকে আবারও সতর্ক করা হবে,আগামী ১৪ দিনের মধ্যে যদি লগ ইন করেন তবে আপনি এই ডিলিট একশন টা কেন্সেল করতে পারবেন। এছাড়া ১৪ দিন পরেই আপনার ফেসবুক একাউন্ট টি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। যা আর কখনও ফেরত পাবেন না।
10 comments

Wednesday, January 9, 2013

ইংরেজি শব্দের মজার তথ্য

• Underground এমন একটি শব্দ যার প্রথম ৩টি অক্ষর und শেষ ৩টি অক্ষর ও und।

• ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।

• "Education" ও "Favourite" শব্দে সবগুলো vowel আছে।

• Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।

• গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।

• University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।

• ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে ।
সেগুলো হলঃ Proceed, Exceed, Succeed

• Therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, herein

• Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে ।

• ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে।
এগুলো হলঃ Tremendous, Horrendous, Stupendous,
Hazardous.

• ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।

• Set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।

• "i am" সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।

• vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল Aও I।

• vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
No comments

Tuesday, January 8, 2013

বাংলাদেশের ২৫ হাজার বর্গকিলোমিটার ভূমি যেভাবে ২১০০ সালের মধ্যে পানিতে তলিয়ে যাবে

 
জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছেএর ফলে ঘটমান বিশ্ব উষ্ণায়ন প্রক্রিয়ার প্রভাবে ২০২০ সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে ১০ সেন্টিমিটারএকই ধারাবাহিকতায় ২০৫০ সালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে এখনকার চেয়ে ২৫ সেন্টিমিটার যার ফলে বাংলাদেশের ৪ শতাংশ ভূমি সমুদ্রের পানির নিচে চলে যাবে আর ২১০০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ১ মিটার বৃদ্ধি পেয়ে বাংলাদেশের ১৭ শতাংশ সমুদ্রের দখলে চলে যাবেসমুদ্রপৃষ্ঠের এই স্ফীতির ফলে বাংলাদেশের ১৭ শতাংশ ভূমি পানির নিচে চলে যাবেএর ফলে ঘনবসতিপূর্ণ বাংলাদেশের ২৫ হাজার বর্গকিলোমিটার এলাকা চলে যাবে সমুদ্র গর্ভেএ আশংকার কথা জানিয়েছেন দেশি-বিদেশি পরিবেশ বিজ্ঞানীরা
একটা গবেষণায় বলা হয়েছে, ২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে ২১২ দশমিক পাঁচ মিলিয়নতখন জলবায়ুর ক্ষতিতে পড়বে আট দশমিক ৫০ মিলিয়ন মানুষ
No comments

Twitter Update

Recent Visitor