jewelheron2@gmail.com

Monday, March 18, 2013

❦ নোটপ্যাড টিপস ❦

11:47 AM

Share it Please

আজ আমি কিছু টিপস তুলে ধরব যা অনেক কাজে আসবে। আমরা অনেক সময় আমাদের নোটপ্যাডটি আমাদের কম্পিউটার এর চিপায় ফেলে রাখি। কিন্তু আমরা অনেকে হয়ত জানিনা নোটপ্যাড কতটা কাজের। যাই হোক কাজের কথায় আসি-

✯প্রথম টিরিকটি হলো কিভাবে কোনো সফটয়্যার ছাড়া নোটপ্যাড ব্যবহার করে ফোল্ডার লক করা যায়-
মনে করুন আপনি যে ফোল্ডার লক করবেন তার নাম Love এবং এটি
রয়েছে E ড্রাইভে,তার মানে এর path E:\love
ফোল্ডারটি লক করার জন্য ডেস্কটপে নোটপ্যাড ওপেন করুন
নোটপ্যাড ওপেন করতে...............
start > all programes > accessories > notepad
নোটপ্যাড ওপেন হলে লিখুন-
ren love love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
নোটপ্যাডটি lock.bat নামে সেভ করুন>
এবার আরেকটি নোটপ্যাড খুলি এবং লিখি>
ren love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} love
নোটপ্যাডটি key.bat নামে সেভ করুন>
তৈরীকৃত lock.bat ও key.bat ব্যাচ ফাইল দুটি E ড্রাইভে নিয়ে আসুন।আপনার কাজ হয়ে গেছে। এখন lock.bat ফাইলে ক্লীক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে।আর ফোল্ডারটি আনলক করতে key.bat ফাইলে ক্লীক করুন
হয়ে গেলো সফটয়্যার ছাড়া ফোল্ডার লকিং❧


✯টিরিক নাম্বার দুই,আসেন একটা ওয়ার্ড ফাইলের টেক্সট ক্রাশ করে দেই। একটা ডকুমেন্ট খুলেন এইবার =rand (200, 99) এটি কপি কইরা সেখানে পেস্ট মারেন এবং এইবার মারেন এন্টার কাহিনী শেষ.আপনের ডকুমেন্ট কই গেলো খুঁজে দেখেন। পাইলে বলবেন ,২০০ প্যরাগ্রাফ এবং ৯৯ সেইন্টেন্স এর চিপায় সে হারায় গেছে........হাহাহহা ...>>❧

✯টিরিক নাম্বার তিন,এবার আপনাদের দেখাবো নোটপ্যাড দিয়া ডায়েরী তৈরি~
নোটপ্যাড ওপেন করুন>
এবার লিখুন .LOG>{খেয়াল করবেন অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন}>
এবার যেকোন নামে সেইভ করুন>
ফাইলটি ওপেন করুন>
প্রতিবার যখন ওপেন করবেন দেখবেন নোটপ্যাডটিতে ডায়েরীর মতো উপরে সময় ও তারিখ আসছে.প্রতিবারই সময় ও তারিখ পরিবর্তিত হবে.এটিকে আপনার ডায়েরি হিসেবে ব্যবহার করতে পারেন❧

✯টিরিক নাম্বার চার,এবার নোটপ্যাড দিয়ে আপনার বন্ধুর সাথে একটু মজা করে নিন,ভিকটিমের কম্পিউটারে "You are a fool"লেখাটি অনবরত লিখতে বাধ্য করুন.
নোটপ্যাড ওপেন করুন>
এবার নিম্নোক্ত কোড কপি করে নোটপ্যাডে পেস্ট করুন>
Code:
Set wshShell = wscript.CreateObject("WScript.She।।")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "You are a fool."
loop
এবার এটি "Anything.VBS" নামে সেইভ করুন>
এখন যাকে মজাটি দেখাতে চান তাকে ফাইলটি সেন্ড করুন>
সে ডাবল ক্লীক করলেই এটি খেলা দেখানো শুরু করবে❧

❦আজ এপর্যন্তই ❦

0 comments:

Post a Comment

Twitter Update

Recent Visitor