jewelheron2@gmail.com

Saturday, September 21, 2013

ফেসবুক ফ্রেন্ড দের হাইড করা ইমেইল আইডি বের করে নিন

7:00 PM

Share it Please
Computer-Thiefফেসবুকের নীতিমালায় একটা কথা আছে, আপনাকে ফেসবুক ব্যবহার করতে হলে আপনার বয়স ন্যূনতম ১৩ বছর হতে হবে। কিন্তু আজ আমি আপনাকে দিয়ে আপনার ফেসবুক ফ্রেন্ড দের হাইড করা ইমেইল আইডি বের করিয়ে দেখাব তার জন্য আপনার বয়স ১২ হলেও আপত্তি নেই। তবে একটা কথা এটা কেবল শিখার জন্য।
আচ্ছা, হাইড করা ইমেইল আইডি দিয়ে আপনি কি করবেন? এখন আবার ভাববেন না উদ্দেশ্যহীন কিছু আপনাদের শিখাচ্ছি। তাহলে দেখুন কি করা যায়-


প্রথম কথা হল ইমেইল আইডি দিয়ে সার্চ করে সহজে আপনার ফ্রেন্ডকে খুঁজে পেতে পারেন। হঠাৎ দেখলেন আপনার কিছু ফ্রেন্ড হাওয়া হয়ে গেছে, বুঝতে পারছেন না আপনি BLOCK খাইছেন না আপনার ফ্রেন্ড তার আইডি DEACTIVATE করে রাখছে, তখন ইমেইল আইডি দিয়ে অন্য অ্যাকাউন্ট থেকে সার্চ করে বিষয়টা বুঝতে পারবেন। আরও দুই একটি কাজ করা যায় সেগুলো আর বলছি না।
এবার দেখে নিন কাজটা যেভাবে করবেন-
প্রথমে Yahoo তে একটা অ্যাকাউন্ট করে নিন।
তারপর Log In করে Mail – এ যান। নিচের ছবি দেখুন-
যেখানে CONTACTS লিখা সেখানে ক্লিক করুন-
Image 2
তারপর IMPORT CONTACTS – এ ক্লিক করুন-
Image 3
এবার যেখানে Facebook-এর Logo দেখছেন সেখানে ক্লিক করুন। তারপর Facebook এ Log in করুন নিম্নের মত।
Image 6
ব্যস, কাজ শেষ। এবার সব ইমেইল লোড নিবে, নিচের ছবির মত যেখানে DONE লিখা আছে সেখানে ক্লিক করুন।
Image 7
এবার বাম পাশে দেখুন আপনার সব ফ্রেন্ডদের ইমেইল আইডি-
Image 8
আজ এই পর্যন্ত। আমি আবারও বলছি এটা কেবল শিখার জন্য, কেউ উপরিউক্ত আইডিয়া খারাপ কাজে ব্যবহার করতে চাইলে নিজ দায়িত্তে করবেন। ধন্যবাদ সবাইকে।

0 comments:

Post a Comment

Twitter Update

Recent Visitor