jewelheron2@gmail.com

Tuesday, February 5, 2013

যাদের জন্য বিশ্ব না হোক অন্তত বাংলাদেশ গর্ব করতে পারে

9:13 PM

Share it Please
আমরা যারা তরুন প্রজন্ম আমি তাদের কথাই বলছি।আমাদের কাছে দেশ মানে একটি আবেগের নাম।দেশ নিয়ে অনেক চিন্তা আমাদের মধ্যে।আমাদের চেষ্টা থাকে এমন একটি কাজ করার যা নিয়ে দেশ গর্ব করতে পারে। কিন্তু এই দেশে এমন একটি রাস্তাও খোলা নেই যার মধ্য দিয়ে আমরা সঠিক লক্ষ্যে পৌছাব।
আজ যদি একটা ছেলে সুস্থধারায় রাজনীতি করতে চায়,তাহলে সে ঠিকতে পারবেনা।আমাদের নেতারা চান সবাই তাদের কথায় চলুক,তাদের পকেটের লোক হয়ে থাক।কিন্তু আপনারা কি এটা বিশ্বাস করবেন আপনাদের চেয়ে আমাদের ধ্যান ধারনা অনেক আধুনিক।তাহলে আপনারা আমাদের চিন্তা ভাবনা গুলো কেন গ্রহন করবেন না?
মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আবেগটা দেখুন।আমাদের একটাই চাওয়া ছিল,সেটা হল যুদ্ধাপরাধীদের বিচার।আমরা যুদ্ধ দেখিনি,কিন্তু চেতনা লালন করছি।কিন্তু আপনারা যারা যুদ্ধ দেখেছেন তাঁরা আজ যুদ্ধের আদর্শ ভুলে গেছেন।
আজ আমাদের লেখকদের সমাজ নিয়ে কোন চিন্তা নেই।লেখক কবিদের সবাই আজ বিভিন্ন দলের অনুগত।একটা নতুন লেখক,নতুন কবিকে আপনারা সুযোগ করে দিচ্ছেন না।তারপরও দেখুন আমরা কিন্তু সুযোগ করে নিচ্ছি।
আমরা কি চাই তা আপনারা ভেবে দেখেন নি।আমাদের সুযোগ করে দিন,দেখুন আমরা কি করতে পারি।
আমরা আমাদের গর্বে বাংলাদেশকে গর্বিত করতে চাই।
বাংলাদেশী বংশোদ্ভূত,বিদেশে জন্ম ও বেড়ে উঠা তরুণদের সাফল্যে ইদানিং পত্রিকাগুলোর বুক গর্বে ফুলে উঠছে।তাদের নিয়ে বিশাল ফিচার করা হচ্ছে।অথছ তারা বাংলা ভাষাটাই বলতে পারেনা।দেশ বলতে হয়ত বাংলাদেশ নামক দরিদ্র দেশটাকে চিন্তাও করেনা।
আপনারা এ দেশের আলো হাওয়ায় বেড়ে উঠা তরুণদের নিয়ে লিখুন।একটু খুজে দেখুন এমন অনেক তরুন এ দেশে রয়েছে যাদের জন্য বিশ্ব না হোক অন্তত বাংলাদেশ গর্ব করতে পারে।


লিখাটি চতুর্মাত্রিক ব্লগ থেকে নেয়া হয়েছে।

0 comments:

Post a Comment

Twitter Update

Recent Visitor