jewelheron2@gmail.com

Monday, February 18, 2013

উত্তাল শাহবাগ নেপথ্যে প্রযুক্তির ব্যবহার

11:09 AM

Share it Please
প্রযুক্তি যেন চাপা পড়া সত্যের মুক্তির এক অমোঘ হাতিয়ার। শাহবাগের তারুণ্যের এই দাবির মেলায় প্রযুক্তির ব্যবহার চোখে পড়ার মতো। কী নেই সেখানে? ভিডিও ক্যামেরা বসিয়ে চালু করা হয়েছে ওয়েভ স্ট্রিমিং। চলছে ব্লগিং, ফেসবুকিং, গুগুল প্লাসিং। টেলিভিশন ক্যামেরার সামনে রিপোর্টাররা বলে চলেছেন তরুণদের আন্দোলনের বার্তা। প্রায় প্রতিটি টেলিভিশনই সরাসরি দেখাচ্ছে আন্দোলনের ভিডিও। আর প্রতিটির একই সুর, একই কথা, ফাঁসি চাই, ফাঁসি চাই। এক নজরে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রযুক্তির কল্যাণে কিভাবে শাহবাগ হয়ে ওঠে এতটা উত্তাল -

2013-02-14-17-12-45-511d1b0dde6f0-20

=>অনলাইন থেকেই শুরু হয় প্রথম প্রতিবাদ। ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার রায় ঘোষণার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় অনলাইন মাধ্যমেই প্রতিবাদ জানানো শুরু করেন ব্লগার, অনলাইন অ্যাকটিভিস্টরা। এরপর রাজপথে নামেন তাঁরা এবং পরের ঘটনা হয়ে উঠল ইতিহাস।
=====================================
ফেসবুক থেকে আন্দোলনের শুরু
  • রায়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আন্দোলনের শুরুটা হয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের ইভেন্ট (http://goo.gl/lndua) থেকে। এতে সাড়া দিয়ে শাহবাগে প্রথমে মানববন্ধন, পরে মিছিল নিয়ে সবাই শাহবাগ মোড়ে অবস্থান নেন।
=====================================
ব্লগে আলোচনা
  • রায় ঘোষণার পর প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ শুরু হয় বাংলা ব্লগসাইটগুলোতে।
  • প্রথম আলো ব্লগ (www.prothom-aloblog.com),
  • সামহোয়্যারইন ব্লগ (www.somewhereinblog.net),
  • আমার ব্লগ (www.amarblog.com),
  • সচলায়তন (www.sachalayatan.com),
  • আমরা বন্ধুসহ (www.amrabondhu.com)
  • আরও বিভিন্ন ব্লগে ব্লগাররা লেখেন বিভিন্ন প্রতিবাদী ব্লগ। মানববন্ধন শেষে বিভিন্ন ব্লগে আন্দোলনের বিভিন্ন হালনাগাদ নিয়ে পোস্ট নির্বাচিত করা হয়। এ ছাড়া ব্লগের ব্যানারেও আসে প্রতিবাদী ছবি।
=====================================
প্রজন্ম চত্বরে ওয়াই-ফাই
jgh

  • শাহবাগের মোড় এখন পরিচিত প্রজন্ম চত্বর নামে। পথে আন্দোলনের পাশাপাশি যাতে এর খবর অনলাইন মাধ্যমে সহজে ছড়িয়ে দেওয়া যায়, সে জন্য প্রজন্ম চত্বরে চালু হয়েছে ওয়াই-ফাই সুবিধা। বেশ কটি ওয়াই-ফাই জোন আছে এখানে।তারহীন ইন্টারনেট থাকায় অনেকেই স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ থেকে অনলাইনে জানান দিচ্ছেন সর্বশেষ খবর।
=====================================
শাহবাগে সাইবার যুদ্ধ
  • রাজপথে যখন চলছে আন্দোলন, তখন থেমে নেই তরুণ সাইবার যোদ্ধারা। শাহবাগে বসেই যাতে যুদ্ধাপরাধীদের সমর্থক বিভিন্ন ফেসবুক পেজ, ওয়েবসাইটের বিরুদ্ধে যুদ্ধ করা যায় তাই খোলা হয় বিশেষ বুথ। এতে একঝাঁক তরুণ বসে থাকেন সারা দিন, সারা রাত। এ ছাড়া প্রজন্ম চত্বরের সর্বশেষ খবরসহ বিভিন্ন কর্মসূচির বিষয় সবাইকে জানাতে এ বুথ থেকে শাহবাগে সাইবার যুদ্ধ (www.facebook.com/shahbagecyberjuddho) ফেসবুক পেজ পরিচালনা করা হচ্ছে।
=====================================
স্কাইপে সরাসরি
  • শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্ম সারা বিশ্বের বাংলাদেশিরা। নিজ নিজ অবস্থানে থেকে জানাচ্ছেন প্রতিবাদ। ফেসবুকে ‘শরীর দেশের বাইরে, মন শাহবাগে’ লিখে জানাচ্ছেন অনুভূতি। তবে সবাইকে শাহবাগের অবস্থা সরাসরি দেখানোর সুবিধা চালু করেছেন তরুণ জুনায়েদ আজীম চৌধুরী। নিজের স্কাইপের (zonayed11) মাধ্যমে তিনি সবাইকে শাহবাগের অবস্থা দেখিয়ে যাচ্ছেন।
=====================================
ফেসবুকে এবং ওয়েবসাইটে গান
  • তারুণ্যের এ সমাবেশের ছোঁয়া লেগেছে শিল্পীদের গানেও। আন্দোলন চলাকালে নিজের লেখা গানে কণ্ঠ দিয়ে সেটি নিজের ওয়েবসাইটে প্রকাশ করেছেন শিল্পী কবীর সুমন (http://bit.ly/12zZRpW এবং  http://bit.ly/12EFJD8)।
  • শিল্পী প্রীতম এই আন্দোলন নিয়ে গেয়েছেন বিশেষ গান।গানটি পাওয়া যাবে http://goo.gl/bd9Yg ঠিকানায়।
  • শিল্পী হায়দার হোসেনের গান প্রকাশিত হয়েছে ফেসবুকে (http://goo.gl/vztqy)।
  • এ ছাড়া শাহবাগ চত্বর নিয়ে বিশেষ গান তৈরি করেছেন শফিক তুহিন, জয় ও পারভেজ।
  • ব্রাদারহুড প্রকল্পের ব্যানারে তৈরি গানটি ফেসবুকে পাওয়া যাবে http://on.fb.me/Z52wam ঠিকানায়।
  • যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনার বাংলাদেশি শিক্ষার্থী নওরিন হাসান তাত্ক্ষণিকভাবে শাহবাগের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন, গেয়েছেন গান। ফেসবুকে এ গানটি পাওয়া যাবে http://on.fb.me/Xc0sKp ঠিকানায়।
  • প্রজন্ম চত্বরে বসে লেখা রবিউল ইসলামের গানটি পাওয়া যাবে http://goo.gl/C18EQ ঠিকানায়।
  • শাহবাগের আন্দোলন নিয়ে শিল্পী সুমনের গান পাওয়া যাবে http://goo.gl/GleIW ঠিকানায়।
=====================================
রয়েছে অনলাইন রেডিও
  • শাহবাগের নানা আয়োজনের খবর সরাসরি চলছে অনলাইন রেডিওতেও। এ জন্য চালু হয়েছে ম্যাংগো রেডিও (www.mangodio.com) ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।
=====================================
ওয়েবসাইটে শাহবাগের খবর
  • শাহবাগের নানা খবর নিয়ে চালু হয়েছে একাধিক ওয়েবসাইট। শুধু শাহবাগ-সংক্রান্ত খবর নিয়ে রয়েছে শাহবাগ (www.shahbag.org/news) ওয়েবসাইট।
  • এ ছাড়া যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিশেষ পিটিশন নিয়ে রয়েছে শাহবাগ চত্বর (www.shahbagchottor.com) ওয়েবসাইট।
  • এ ছাড়া রয়েছে প্রজন্ম চত্বর (www.projonmochattar.com)
  • এবং শাহবাগ প্রটেস্ট (www.shahbagprotest.com)। এখানেও পাওয়া যাবে শাহবাগের সব খবর।
=====================================
টুইটারে প্রতিবাদ
  • খুদে ব্লগ লেখার জনপ্রিয় সাইট টুইটারেও যুক্ত হয়েছে প্রতিবাদ। এতে যাঁরা এ আন্দোলনকে সহযোগিতা করতে চান, তাঁরা #sprotest ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে আন্দোলনের খবর সার্চ ইঞ্জিনের তালিকায় শীর্ষে থাকবে।
=====================================
অনলাইনে প্রজন্ম চত্বর বুলেটিন
  • শাহবাগের প্রতিদিনের খবর নিয়ে প্রকাশিত হচ্ছে ‘প্রজন্ম চত্বর’ নামে বিশেষ বুলেটিন। কাগজের পাশাপাশি এটি আছে ফেসবুকেও (www.facebook.com/PCB2013)
=====================================
সরাসরি (live) সম্প্রচার
  • উত্তাল শাওবাগের সরাসরি লাইভ সম্প্রচার দেখতে পারবেন এই ঠিকানায়– http://www.jagobd.com/jagoitl.html
=====================================
উইকিপিডিয়ায় শাহবাগ
assd
  • প্রতিবাদের সঠিক তথ্য তুলে ধরতে ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতেও রয়েছে নিবন্ধ। বাংলা উইকিপিডিয়ায় ‘২০১৩-র শাহবাগ আন্দোলন’ (http://goo.gl/Ocaaj) শিরোনামের নিবন্ধে তুলে ধরা হচ্ছে তথ্য ও ছবি। যুক্ত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশিদের প্রতিবাদের খবরও।
  • এ ছাড়া ইংরেজি উইকিপিডিয়াতেও (http://en.wikipedia.org/wiki/2013_ Shahbag_Protest) রয়েছে বিশেষ নিবন্ধ।
  • পাশাপাশি স্প্যানিশ, ফ্রেঞ্চ, হিন্দি, পোলিশ, তার্কিশ ভাষায় চালু হয়েছে নিবন্ধ। এ ছাড়া উন্মুক্ত ছবির সংগ্রহশালা উইকিমিডিয়া কমন্সে (http://commons.wikimedia.org) নানা ধরনের ছবি আপলোড করে যাচ্ছেন অনলাইন উইকিপিডিয়ান যোদ্ধার।

0 comments:

Post a Comment

Twitter Update

Recent Visitor